রূদ্ধতাপীয় পরিবর্তনের শর্তসমূহ
- গ্যাসকে একটি কুপরিবাহী পাত্রে রাখতে হবে।
- পাত্রের চতুস্পার্শ্বস্থ মাধ্যমের তাপগ্রাহীতা কম হতে হবে।
- চাপ পরিবর্তন খুব দ্রুত সংঘটিত করত হবে যাতে বাইরের সাথে তাপ আদান-প্রদানের কোনা সুযোগ না থাকে।
রূদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্যসমূহ
- মোট তাপের পরিমাণ স্থির রেখে কোনো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনকে রূদ্ধতাপীয় পরিবর্তন বলে।
- এই পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন ঘটে।
- এটি একটি অতি দ্রুুত প্রক্রিয়া।
- এই পরিবর্তনে পাত্রটি তাপ কুপরিবাহী হওয়া প্রয়োজন।