Similar Posts
নিউটনের মহাকর্ষ সূত্র কাকে বলে?
নিউটনের মহাকর্ষ সূত্র কাকে বলে? নিম্নে মহাকর্ষ সূত্রটি নিম্নে দেয়া হলো – “মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু বা কণা একে অপরকে আকর্ষণ করে এবং এ আকর্ষণ বলের মান বস্তু বা বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।” এখানে, M ও m বস্তু বা বস্তুকণাদ্বয়ের ভর।
এক কুলম্ব কি?
এক কুলম্ব কি? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার প্রবাহ এক সেকেন্ড চললে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে এক কুলম্ব বলে।
এনট্রপি কি? | এনট্রপি কাকে বলে?
এনট্রপি কাকে বলে? রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপগতীয় চলরাশি স্থির থাকে তাকে এনট্রপি বলে।
সুবেদী থার্মোমিটার কাকে বলে?
সুবেদী থার্মোমিটার কাকে বলে? যে থার্মোমিটারের সাহায্যে সামান্য তাপমাত্রার পার্থক্য অতিশয় সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় তাকে সুবেদী থার্মোমিটার বলে।
লেন্সের ক্ষমতার একক কী?
লেন্সের ক্ষমতার একক কী? লেন্সের ক্ষমতার একক : ডায়াপ্টার (D)।
1 N বল বলতে কি বুঝ?
1 নিউটন বল বলতে কি বুঝ? যে পরিমাণ বল 1 kg ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 ms-2 ত্বরণ সৃষ্টি করে তাই 1 N বল।