তড়িৎ দ্বিমেরু কাকে বলে?
দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু আধান q এবং -q খুব কাছাকাছি স্থাপিত হলে এদেরকে তড়িৎ দ্বিমেরু বলে।
তড়িৎ দ্বিমেরুর একক হলো কুলম্ব -মিটার (Cm)।
তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে?
তড়িৎ দ্বিমেরুর যেকোনো একটি আধান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে।
- যে বিন্দুর প্রাবল্য নির্ণয় করতে হবে, সে বিন্দুটি যদি মধ্য বিন্দুর বাম দিকে অর্থাৎ ঋণাত্মক আধানের কাছেও অবস্থিত হয়, তাহলেও তড়িৎ প্রাবল্যের দিক হবে দ্বিমেরু অক্ষ বরাবর ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে।
- একটি তড়িৎ দ্বিমেরু থেকে বহু দূরে অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক।