তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনচার্জের ওপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে উক্ত ক্ষেত্রের ঐ বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে।
তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত +q আধান যদি F বল অনুভব করে তাহলে ঐ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে, E = F/q
তড়িৎ প্রাবল্যের এককঃ তড়িৎ প্রাবল্যের একক নিউটন / কুলম্ব (NC-1)
কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য 60 NC-1 বলতে কি বোঝায়?
কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য 60 NC-1 বলতে বোঝায় ঐ বিন্দুতে স্থাপিত 1 C কুলম্ব আধান 60 N বল অনুভব করে।