কার্শফের প্রথম সূত্রটি কি?
কার্শফের প্রথম সূত্রটি কি?
তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। অর্থাৎ যেকোনো সংযোগ বিন্দুতে ∑i=0 ।
কার্শফের প্রথম সূত্রটি কি?
তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। অর্থাৎ যেকোনো সংযোগ বিন্দুতে ∑i=0 ।
আপেক্ষিক বেগ কাকে বলে? আমরা জানি, সময়ের সাপেক্ষে বস্তু তার পারিপার্শ্বিকের সাথে অবস্থান পরিবর্তন না করলে বস্তুকে স্থিতি বলে। মহাবিশ্বে আসলে পরম স্থিতিশীল বলে কোন বস্তু সম্ভব নয়। আবার গতিশীলতার ক্ষেত্রে আমরা বলেছি পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করলে বস্তু গতিশীল। এই পারিপার্শ্বিককে আমরা স্থিতিশীল ধরে নেই। আসলে তা সম্ভব নয়। তাই আমরা একটি বস্তুর সাপেক্ষে অন্যটি…
পরিপার্শ্ব কি? কোনো নির্দিষ্ট ব্যবস্থার সাথে শক্তি বিনিময়ে সক্ষম যেকোনো ব্যবস্থাকে ঐ ব্যবস্থার পরিপার্শ্ব বলে।
বর্ণালী উৎপত্তির কারণ কি? বর্ণালী উৎপত্তির কারণ- বিভিন্ন বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যভেদে বিভিন্ন হয় বলে বর্ণালী উৎপন্ন হয়। সাদা আলোকের মধ্যে যে সাতটি মূল আলোক আছে তাদের জন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের বিভিন্নতা হেতু বর্ণালী উৎপন্ন হয়।
বৃত্তাকার পথে কোন কণার সমবেগে আবর্তন করা সম্ভব নয় কেন? কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথের পরিধি বরাবর ঘুরতে থাকলে তখন ঐ বস্তুর গতির সুষম বৃত্তাকার গতি হয়। এরূপ গতিতে চলমান বস্তু সমদ্রুতিতে চললেও বৃত্তাকার পথের উপর বিভিন্ন বিন্দুতে এর দিক ভিন্ন ভিন্ন হয়। বৃত্তাকার পথের বিভিন্ন বিন্দুতে অঙ্কিত স্পর্শক থেকে এর দিক সর্বদা পরিবর্তিত হচ্ছে।…
ও’মের সূত্র নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যদিয়ে তড়িৎপ্রবাহ এর দু’প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।
মধ্যবেগ কাকে বলে? কোনো একটি গতিশীল বস্তুর প্রথম এবং শেষ বেগের অভিমুখ একই হলে তাদের যোগফলের অর্ধেককে মধ্যবেগ বলে। পদার্থবিজ্ঞান (Physics) বিষয়ের প্রশ্ন ও উত্তর প্রশ্ন-১। ত্বরণের একক কি? উত্তরঃ ত্বরণের একক ms-2। প্রশ্ন-২। কে সর্বপ্রথম পড়ন্ত বস্তুর ১ম সূত্র প্রমাণ করেন? উত্তর : নিউটন সর্বপ্রথম পড়ন্ত বস্তুর ১ম সূত্র প্রমাণ করেন। প্রশ্ন-৩। ঋণাত্মক ত্বরণকে কী বলা হয়?…