Similar Posts
চার্জের তল ঘনত্ব কি?
চার্জের তল ঘনত্ব কি? পরিবাহকের পৃষ্ঠের কোনো বিন্দুকে ঘিরে প্রতি একক ক্ষেত্রফলের ওপর চার্জের পরিমাণকে ঐ বিন্দুর চার্জের তল ঘনত্ব বলে।
কেন্দ্রমুখী বল কাকে বলে?
কেন্দ্রমুখী বল কাকে বলে? যে বলের ক্রিয়ায় কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তপথে চলতে থাকে এবং যে বল সবসময় বস্তুর গতিপথের সঙ্গে লম্বভাবে ভেতরের দিকে অর্থাৎ বৃত্তের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে। m ভরের বস্তু r ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতি v নিয়ে চলতে থাকলে কেন্দ্রমুখী বলের মান হবে mv2/r। কৌণিক বেগে প্রকাশ করলে কেন্দ্রমুখী বলের মান…
বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না কেন?
বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না কেন? আমরা জানি, কাজ হচ্ছে বল এবং বলের দিকে সরণের গুণফল। বল প্রয়োগে বলের দিকে, বলের বিপরীত দিকে বা অন্য যেকোনো দিকে সরণ হতে পারে আবার নাও পারে। যদি সরণ শূন্য হয় অথবা বলের লম্ব দিকে সরণ হয় তবে বলের দিকে কোনো সরণ থাকে না। ফলে…
সমতান বা হারমোনি কাকে বলে?
সমতান বা হারমোনি কাকে বলে? কতকগুলো শব্দ যদি একসঙ্গে উৎপন্ন হয়ে ঐকতানের সৃষ্টি করে তবে তাকে সমতান বলে। যেমন – সমবেত সংগীত পরিবেশনের ক্ষেত্রে।
তাপ ইঞ্জিন কাকে বলে?
তাপ ইঞ্জিন কাকে বলে? যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে বা যে যন্ত্র তাপ শক্তির বিনিময়ে কাজ করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলে।
চুম্বক বিষয়ক প্রশ্ন উত্তর
১. চৌম্বক কাকে বলে ? কত প্রকার ও কি কি উদাহারন দাও চুম্বকঃ যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে তাদে কে চুম্বক বলে। বিভিন্ন প্রকার চুম্বক হলোঃ চুম্বকের আকর্ষন ও বিকর্ষনী ধর্মকে এর চুম্বকত্ব বলে । চুম্বকের ধর্মঃ চুম্বকের সমমেরু পরস্পরর্কে বিকর্ষণ করে এবং বিপরীতমেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বুক সর্বদা উত্তর ও…