ওমের সূত্র
ওমের সূত্র
নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলে তা ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থেক্যের সমানুপাতিক।
ওমের সূত্র
নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলে তা ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থেক্যের সমানুপাতিক।
পয়সনের অনুপাত কাকে বলে? কোন তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পার্শ্ব বিকৃতি ঘটে অর্থাৎ তারের ব্যাস বা ব্যাসার্ধ কমে যায়। পয়সনের অনুপাত হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। বিজ্ঞানী পয়সন এ অনুপাত…
ওয়াট কি? 1 সেকেন্ডে 1 জুল (J) কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট (W) বলে। 1 W = 1 Js-1
পীড়ন ব্যবহারে সতর্কতা রেলগাড়ি, বিমান, বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের যন্ত্রাংশসমূহ দীর্ঘদিন ব্যবহারের ফলে এদের কর্মদক্ষতা হ্রাস পায়। দীর্ঘদিন পীড়ন প্রয়োগ ও প্রত্যাহারের কারণে এদের স্বাভাবিক কর্মদক্ষতা হারিয়ে ফেলে, ফলে পীড়ন প্রত্যাহারের পর এদের পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব হয় না। তাই ক্রমান্বয়ে পীড়ন ব্যবহার না করে নির্দিষ্ট বিরতিতে পীড়ন ব্যবহার করা প্রয়োজন। যন্ত্রাংশের কর্মদক্ষতা দীর্ঘদিন…
ঘূর্ণনরত ঘড়ির কাঁটার ত্বরণ থাকে কি? বেগের মানের পরিবর্তন অথবা দিকের পরিবর্তন অথবা উভয়ের পরিবর্তনের ফলে ত্বরণ সৃষ্টি হয়। বৃত্তাকার পথে ঘূর্ণনরত ঘড়ির কাঁটার বেগের মান সুষম থাকলেও দিক প্রতিনিয়তই পরিবর্তনশীল। তাই বলা যায়, ঘূর্ণনরত ঘড়ির কাঁটার ত্বরণ থাকে।
কিলোওয়াট ঘণ্টা কি? এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র এক ঘণ্টা ধরে কাজ করলে যে পরিমাণ তড়িৎশক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে বা ব্যয় করে তাকে 1 BOT বলে।
অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন আবদ্ধ স্থানে সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে, তা অপেক্ষা কম বাষ্প থাকলে ঐ বাষ্পচাপকে অসম্পৃক্ত বাষ্প বলে এবং এর দ্বারা সৃষ্ট চাপকে অসম্পক্ত বাষ্পচাপ বলে।