তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি?
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি?
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে এটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে।
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি?
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে এটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে।
পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। নির্দিষ্ট সময় পর পর কোনো ঘটনার পুনরাবৃত্তি বা নির্দিষ্ট দূরত্ব পর পর কোনো কিছুর পুনরাবৃত্তিকে বলা হয় Periodicity বা পর্যায়বৃত্ততা। পর্যায়বৃত্ততার প্রকারভেদ পর্যায়বৃত্ততাকে দুই…
স্বর কাকে বলে? কোনো শব্দের মধ্যে যদি একাধিক কম্পাঙ্ক থাকে তবে তাকে স্বর বলে। অর্থাৎ স্বর বিভিন্ন সুর নিয়ে গঠিত।
স্থির তরঙ্গ সৃষ্টির শর্ত ১) স্থির তরঙ্গ সীমিত অংশে পরপর বিপরীতমুখী দুটি একই বিস্তার, একই বেগ ও একই তরঙ্গদৈর্ঘ্যের অগ্রগামী তরঙ্গের উপরিপাতনে সৃষ্টি হয়। ২) প্রতিফলিত তরঙ্গ ও মূল তরঙ্গের প্রকৃতি অভিন্ন থাকলেও এদের মধ্যে দশা পার্থক্য 2π = 180° হতে হবে। ৩) স্থির তরঙ্গ সীমিত স্থানে পর্যায়ক্রমে উৎপন্ন ও বিলুপ্ত হয়। অনুভূমিক টানা তারে উল্লম্বভাবে…
কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? কোনো কিছু পরিমাপ করা হত কোনো স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের সাপেক্ষে যা সাথে তুলনা করে পরিমাপ করা যায়। এই আদর্শ পরিমাণই হলো একক। পরিমাপের সময় আদর্শ পরিমাণের সাথে যেন তুলনা করা যায় সেজন্য এককের প্রয়োজন হয়।
প্রবাহী ঘর্ষণ কাকে বলে? প্রবাহী পদার্থের দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতি বিদ্যমান থাকলে দুটি স্তরের মধ্যবর্তী ঘর্ষণকে প্রবাহী ঘর্ষণ বলে। যখন কোন তরল বা বায়বীয় পদার্থের গতিপথে কোন স্থির বস্তু রাখা হয় বা কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থের মাঝ দিয়ে গতিশীল হতে হয় তখন উভয়ের মধ্যে ঘর্ষণ উৎপন্ন হয়। এই ধরনের ঘর্ষণকে প্রবাহী ঘর্ষণ…
বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? শীতকালে তাপমাত্রা বর্ষাকাল অপেক্ষা কম হওয়া সত্ত্বেও বাষ্পায়ন দ্রুত হয় বলে তাড়াতাড়ি কাপড় শুকায়। বাষ্পায়ন নির্ভর করে আপেক্ষিক আর্দ্রতার উপর। বর্ষাকালে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। এ কারণে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে ভেজা কাপড়া থেকে বাষ্পায়ন দ্রুত হয়। ফলে কাপড়…