Similar Posts
হাঁটার সময় আমরা মাটির ভিতর ঢুকে যাই না কেন?
হাঁটার সময় আমরা মাটির ভিতর ঢুকে যাই না কেন? মাটির প্রতিক্রিয়া বলের কারণে আমরা হাঁটার সময় মাটির ভিতর ঢুকে যাই না। আমরা যখন মাটির উপর দিয়ে হাঁটি তখন পেছনের পা দ্বারা মাটির উপর পেছনের দিকে তির্যকভাবে একটা বল প্রয়োগ করি। এ বল হলো ক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই বলের বিপরীতে একটি প্রতিক্রিয়া বল…
আয়তন প্রসারণ গুনাঙ্কের অপর নাম কি?
আয়তন প্রসারণ সহগ বা গুণাঙ্কের অপর নাম হলো সংনম্যতা (Compressability)।
কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে কেন?
কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে কেন? কোনো বস্তু একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ফিরে আসে তবে তার সরণ শূন্য হয়। যেহেতু সরণ শূন্য হয়, তাই গড়েবেগও শূন্য হয়। তবে দিক বিবেচনা না করে শুধু মান বিবেচনা করলে মোট অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, তাই…
সুর কাকে বলে?
সুর কাকে বলে? যদি কোনো শব্দের একটিমাত্র কম্পাঙ্ক থাকে তবে তাকে সুর বলে। একটি সুর শলাকা থেকে যে শব্দ নিঃসৃত হয় তাকে সুর বলা হয়।
সমান ভেক্টর কাকে বলে?
সমান ভেক্টর কাকে বলে? দুটি সদৃশ ভেক্টরের মান সমান হলে অর্থাৎ সমজাতীয় দুটি ভেক্টরের দিক একই এবং তাদের ধারক রেখা একই রেখা অথবা সমান্তরাল রেখার উপর হলে এদের সমান ভেক্টর বলা হয়। দুটি ভেক্টরের সমতা এদের পাদবিন্দুর অবস্থানের উপর নির্ভর করে না। পাদবিন্দু যেখানেই থাকুক না কেন যদি ভেক্টরদ্বয়ের মান সমান এবং দিক একই হয়,…
পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ?
পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার একই থাকলে অর্থাৎ সময়ের সাথে ত্বরণের পরিবর্তন না হলে তাকে সুষম ত্বরণ বলে। অল্প উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় না। প্রতি সেকেন্ডে অভিকর্ষ বলের প্রভাবে বেগ বৃদ্ধির হার 9.8 ms-2। অর্থাৎ 1 sec পরপর বেগের মান 9.8 ms-2 করে বৃদ্ধি পায়।…