জুলের সূত্র | জুলের তিনটি সূত্র

জুলের তিনটি সূত্র

প্রথম সূত্র – প্রবাহের সূত্রঃ
পরিবাহীর রোধ (R) এবং প্রবাহকাল (t) অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H) প্রবাহের (I) বর্গের সমানুপাতিক। অর্থাৎ H∞t2 যখন I ও t ধ্রুব।

দ্বিতীয় সূত্র – রোধের সূত্রঃ
প্রবাহ (I) এবং প্রবাহকাল t অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H)  পরিবাহীর রোধের (R) সমানুপাতিক হয়। অর্থাৎ H∞R , যখন I ও t ধ্রুব।

তৃতীয় সূত্র – সময়ের সূত্রঃ
প্রবাহ (I) এবং পরিবাহীর রোধ (R) অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H) প্রবাহকালের (t) সমানুপাতিক হয়। অর্থাৎ H∞t , যখন I ও R ধ্রুব।

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.
Back To Top