তড়িৎ চুম্বক কাকে বলে?
তড়িৎ চুম্বক কাকে বলে?
বৈদ্যুতিক প্রক্রিয়ায় চুম্বকীয়করণের সময় চুম্বক পদার্থটি যদি কাঁচা লোহা হয় তবে, যতক্ষণ তড়িৎ প্রবাহিত হয় ততক্ষণ চুম্বক থাকে, তড়িৎ বন্ধ হলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। এ রকম চুম্বককে তড়িৎ চুম্বক বলে।
বৈদ্যুতিক প্রক্রিয়ায় চুম্বকীয়করণের সময় চুম্বক পদার্থটি যদি কাঁচা লোহা হয় তবে, যতক্ষণ তড়িৎ প্রবাহিত হয় ততক্ষণ চুম্বক থাকে, তড়িৎ বন্ধ হলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। এ রকম চুম্বককে তড়িৎ চুম্বক বলে।
স্থির বিদ্যুতের ব্যবহার (Uses of Static Electricity) স্থির বৈদ্যুতিক রং স্প্রে গাড়ি, সাইকেল আলমারি বা অন্যান্য জিনিস রং করার জন্য ইদানিং রং এর স্প্রে ব্যবহার করা হয়। এটি করা হয় স্থির তড়িৎ ব্যবহার করে। স্প্রে গান এমনভাবে তৈরি করা হয় যে এটি রং এর অতি ক্ষুদ্র ক্ষুদ্র আহিত কণা তৈরি করে। রং স্প্রে গানের সূচালো…
তুমি একটি লিফটের ভেতর ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়িয়ে আছো। লিফটের ক্যাবল ছিঁড়ে গেল। তোমার ওজন কত দেখাবে? আমার ওজন শূন্য দেখাবে। লিফটের ক্যাবল ছিড়ে গেলে, আমি, লিফট ও ওজনমাপক যন্ত্র সবই একই ত্বরণে নিচের দিকে নামতে থাকবো। এক্ষেত্রে ওজনমাপক যন্ত্রের উপর আমার প্রযুক্ত বল হবে শূন্য। একারণে লিফটের ক্যাবল ছিঁড়ে গেলে ওজন মাপক যন্ত্রে…
আপেক্ষিক বেগ কাকে বলে? আমরা জানি, সময়ের সাপেক্ষে বস্তু তার পারিপার্শ্বিকের সাথে অবস্থান পরিবর্তন না করলে বস্তুকে স্থিতি বলে। মহাবিশ্বে আসলে পরম স্থিতিশীল বলে কোন বস্তু সম্ভব নয়। আবার গতিশীলতার ক্ষেত্রে আমরা বলেছি পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করলে বস্তু গতিশীল। এই পারিপার্শ্বিককে আমরা স্থিতিশীল ধরে নেই। আসলে তা সম্ভব নয়। তাই আমরা একটি বস্তুর সাপেক্ষে অন্যটি…
স্পন্দন গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এব বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। পর্যাবৃত্ত গতিশীল কোন বস্তুর গতি যদি নির্দিষ্ট সময় পর পর বিপরীতমুখী হয় তবে এ ধরনের গতিকে স্পন্দন বা দোল গতি বলে। উদাহরণ স্বরূপ বলা…
জেনার ভোল্টেজ কাকে বলে? p-n জাংশনে বিমুখী ঝোঁকে ভোল্টেজ বাড়াতে থাকলে শেষে এক সময় হঠাৎ করে বিপুল পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়। যেন মনে হয় p-n জংশনের বিভব বাধা একেবারে বিলুপ্ত হয়ে গেছে। বিমুখী ঝোঁকের ক্ষেত্রে যে ভোল্টেজের জন্য এরূপ ঘটে তাকে জেনার ভোল্টেজ বা জেনার বিভব (Zener Voltage) বলে।
স্ফুটনাঙ্ক কাকে বলে? যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন হয়, তাকে ঐ তরলের স্ফুটনাঙ্ক বলে। 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনাে তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উত্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। যেমন- 1 বায়ুমন্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100°c।