Similar Posts
স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ কি?
স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ কি? চাপ স্থির রেখে 1 মোল ভরের কোনো গ্যাসের তাপমাত্রা একক (1 K) বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ (CP) বলে।
গতিশক্তি কি?
গতিশক্তি কি? কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্থাৎ শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। কোনো গতিশীল বস্তু স্থির অবস্থায় আসার পূর্ব পর্যন্ত যে পরিমাণ কাজ করতে পারে তার দ্বারা বস্তুটির গতিশক্তি পরিমাপ করা হয়। অন্যভাবে বলা যেতে পারে, একটি গতিশীল বস্তু যে বেগে গতিশীল, বস্তুটিকে স্থির অবস্থান থেকে ঐ বেগ…
কেন্দ্রমুখী বল কাকে বলে?
কেন্দ্রমুখী বল কাকে বলে? যে বলের ক্রিয়ায় কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তপথে চলতে থাকে এবং যে বল সবসময় বস্তুর গতিপথের সঙ্গে লম্বভাবে ভেতরের দিকে অর্থাৎ বৃত্তের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে। m ভরের বস্তু r ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতি v নিয়ে চলতে থাকলে কেন্দ্রমুখী বলের মান হবে mv2/r। কৌণিক বেগে প্রকাশ করলে কেন্দ্রমুখী বলের মান…
আলোকের সমবর্তন কি?
আলোকের সমবর্তন কী? যে প্রক্রিয়ায় আলোকের তড়িৎ ভেক্টর কে একটি নির্দিষ্ট দিকে বা এর সমান্তরাল বরাবর কম্পনক্ষম করা যায় তাকে সমবর্তন বলে।
নিউটনের তৃতীয় সূত্রটি লিখ।
নিউটনের তৃতীয় বলের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিতে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। যখনই কোনো বস্তুর উপর একটি বল প্রযুক্ত হয়, তখনই একটি সমমানের এবং বিপরীতমুখী বল অন্য একটি বস্তুর উপর ক্রিয়া করে। এই বিষয়টিকে সাধারণত এভাবে বলা হয় – প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি নিউটনের গতির তৃতীয় সূত্র হিসেবে পরিচিত।
অভিকর্ষজ ত্বরণের মাত্রা কি?
অভিকর্ষজ ত্বরণের মাত্রা কি? অভিকর্ষজ ত্বরণের মাত্রা হলো : LT-2