অস্থায়ী চৌম্বক কী এবং ব্যবহার
অস্থায়ী চৌম্বক কী এবং ব্যবহার
যেমন- বৈদ্যুতিক কলিংবেল তৈরি করতে অস্থায়ী চুম্বকের প্রয়োজন হয়। ক্রেন তৈরিতে, ট্রান্সফর্মারের কোর, টেলিফোনের ডায়াগ্রাম, জেনারেটর এবং মোটরের আর্মেচারেও এদের ব্যবহার করা হয়।
তুল্য লেন্স কাকে বলে? কোনো লেন্স সমবায় একটি বস্তুর প্রতিবিম্ব গঠন করলে, যদি কোনো একক লেন্স উক্ত বস্তুর একই বিবর্ধনের প্রতিবিম্ব একই স্থানে গঠন করে, তবে ঐ একক লেন্সকে উক্ত সমবায়ের সমতুল্য লেন্স বলে।
কৃষ্ণবিবর কি? মুক্তবেগ সূর্যের গড় ঘনত্ব ও ব্যাসার্ধের ওপর নির্ভর করে। কোনো বস্তুর ঘনত্ব যদি সূর্যের সমান এবং ব্যাসার্ধ যদি সূর্যের 500 গুণ হয়, তবে ঐ বস্তুর পৃষ্ঠ থেকে মুক্তিবেগ হবে আলোর দ্রুতি c এর চেয়েও বেশি। সুতরাং আলোকে সে নিজের দিকে টেনে রাখবে, ঐ বস্তু থেকে নির্গত আলো বস্তুতেই ফিরে যাবে, বস্তু থেকে বেরুতে…
আলোর নিয়মিত প্রতিফলন কি? যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তবে এ ধরনের প্রতিফলনকে আলোর নিয়মিত প্রতিফলন বলে।
অর্ধপরিবাহী কী? যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবাহীতা পরিবাহী ও অন্তরকের মাঝামাঝি তাকে অর্ধপরিবাহী বলে।
বাষ্পায়ন কাকে বলে? যেকোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। যে কোন তাপমাত্রায় তরল পদার্থের উপরিতল থেকে ধীরে ধীরে তরলের বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলে। তরল পদার্থে বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি অবশিষ্ট তরল থেকে অথবা পরিপার্শ্ব থেকে গ্রহণ করে। তরল তলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়।…
গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য নিম্নরূপ- নং গ্যাস বাষ্প ১ গ্যাস স্বাভাবিক অবস্থায় কক্ষ তাপমাত্রায় গ্যাসরূপে থাকে। বাষ্প স্বাভাবিক অবস্থায় কক্ষ তাপমাত্রায় তরল ২ গ্যাস এমন একটি পদার্থ যা এর সংকট তাপমাত্রার উপরে কিন্তু সংকট তাপমাত্রার নিচে অবস্থান করে। বাষ্প এমন একটি পদার্থ যা এর স্ফুটনাংকের উপরে অবস্থান করে।