মুক্তবেগ সূর্যের গড় ঘনত্ব ও ব্যাসার্ধের ওপর নির্ভর করে। কোনো বস্তুর ঘনত্ব যদি সূর্যের সমান এবং ব্যাসার্ধ যদি সূর্যের 500 গুণ হয়, তবে ঐ বস্তুর পৃষ্ঠ থেকে মুক্তিবেগ হবে আলোর দ্রুতি c এর চেয়েও বেশি। সুতরাং আলোকে সে নিজের দিকে টেনে রাখবে, ঐ বস্তু থেকে নির্গত আলো বস্তুতেই ফিরে যাবে, বস্তু থেকে বেরুতে পারবে না। এ ধরনের বস্তুকে কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহব্বর বলে।