Similar Posts
বাষ্পীভবন কি?
বাষ্পীভবন কি? পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাই বাষ্পীভবন। কোনে পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। আর ঐ বায়বীয় পদার্থকে উক্ত নির্দিষ্ট তরলের বাষ্প বলে। তরলের বাষ্পীভবন দুভাবে হতে পারে। যথাঃ 👉 বাষ্পায়ন এবং 👉 স্ফূটন।
কাজ কাকে বলে? কাজ কত প্রকার ও কি কি? ধনাত্মক কাজ ও ঋণাত্মক কাজ
কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর সরণের গুণফলকে কাজ বলে। কাজকে W দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে, কাজ = বল × সরণ W = F×s যেখানে, F = বল এবং s = সরণ। কাজ ধনাত্মক, শূন্য বা ঋণাত্মক হতে পারে। কাজ স্কেলার রাশি যেখানে, বল এবং সরণ ভেক্টর রাশি। কাজের প্রকারভেদ…
দৃষ্টিসীমা বলতে কি বুঝায়?
দৃষ্টিসীমা বলতে কি বুঝায়? দৃষ্টিসীমা বলতে একটি চোখের স্পষ্ট দর্শনের নিকট বিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত দূরত্বকে বোঝায়। অর্থাৎ স্বাভাবিক চোখ যে নিকট বিন্দু এবং দূর বিন্দুতে কোন অসুবিধা ছাড়ায় স্পষ্ট দেখে, সেই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে দৃষ্টিসীমা বলে।
থার্মোস্টর কি?
থার্মোস্টর কি? যেসব পদার্থের তড়িৎ রোধ তাপমাত্রার সাথে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় তাদেরকে থার্মিস্টর বলে। বিভিন্ন প্রকার অর্ধপরিবাহী অক্সাইড চূর্ণ (লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদির অক্সাইড) মিশিয়ে থার্মিস্টর তৈরি করা হয়।
স্বাভাবিক গ্যালাক্সি কাকে বলে?
স্বাভাবিক গ্যালাক্সি কাকে বলে? আমরা জানি, যে গ্যালাক্সি হলো মহাবিশ্বের মৌলিক উপাদান। আমাদের ছায়াপথ ছাড়াও মহাবিশ্বে লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। এদের বলা হয় স্বাভাবিক গ্যালাক্সি। স্বাভাবিক গ্যালাক্সি তিন প্রকার হয়। যথা- উপবৃত্তাকার গ্যালাক্সি সর্পিল বা পেঁচানো গ্যালাক্সি বিষম গ্যালাক্সি।
স্থান সংকোচন কাকে বলে?
স্থান সংকোচন কাকে বলে? যদি কোনো স্থান পর্যবেক্ষকের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল হয়, তখন বেগের অভিমুখে এর দৈর্ঘ্য সংকুচিত হয়েছে বলে মনে হয়। একে স্থান সংকোচন বলে।