আপতন কোণ কী? | আপতন কোণ কাকে বলে?
আপতন কোণ কাকে বলে?
আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের লম্বের সাথে যে কোণ করে তাকে আপতন কোণ বলে।অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে।
আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের লম্বের সাথে যে কোণ করে তাকে আপতন কোণ বলে।অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে।
অপারেটর কি? যে গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তরিত করে তাকে অপারেটর বলা হয়।
গতিশক্তি কি? কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্থাৎ শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। কোনো গতিশীল বস্তু স্থির অবস্থায় আসার পূর্ব পর্যন্ত যে পরিমাণ কাজ করতে পারে তার দ্বারা বস্তুটির গতিশক্তি পরিমাপ করা হয়। অন্যভাবে বলা যেতে পারে, একটি গতিশীল বস্তু যে বেগে গতিশীল, বস্তুটিকে স্থির অবস্থান থেকে ঐ বেগ…
কার্শফের দ্বিতীয় সূত্রটি কি? কোনো বদ্ধ তড়িৎ বর্তনী পরিক্রমণকালে যে সব বিভব পরিবর্তনের সম্মুখীন হতে হয় তাদের বীজগাণিতিক যোগফল শূন্য।
আন্তর্জাতিক স্কেল কাকে বলে? পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273.16 কেলভিন এবং ঐ তাপমাত্রার 1/273.16 কে এক কেলভিন ধরে এবং আরো কতগুলো সহজলব্ধ স্থির বিন্দু নির্ধারণ করে আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থা তাপমাত্রা পরিমাপের যে ব্যবহারিক স্কেল অনুমোদন করেছেন তাকে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল বলে।
সরণ কি? কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনকে সরণ বলে।
তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য (Significance of the first law of Thermodynamics) তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্যসমূহ নিম্নরূপ- ১) এর প্রধান তাৎপর্য হচ্ছে এটি তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ২) কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব। ৩) এ সূত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন অথবা নির্দিষ্ট…