ডায়প্টার কী?
ডায়প্টার কী?
লেন্সের ক্ষমতার একক ডায়প্টার। এক মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষমতাকে এক ডায়প্টার বলে।
ডায়প্টার কী?
লেন্সের ক্ষমতার একক ডায়প্টার। এক মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষমতাকে এক ডায়প্টার বলে।
পদার্থ কাকে বলে? যার ভর আছে, যা কোনো স্থান দখল করে থাকে এবং যা তার স্থিতিশীল বা গতিশীল পরিবর্তনে বাধা প্রদান করে, তাকে পদার্থ বলে। যেমন- পানি, বাতাস ইত্যাদি।
গড় বিচ্যুতি কাকে বলে? হলুদ রঙের আলোর বিচ্যুতি লাল ও বেগুনী আলোর মাঝামাঝি বলে এর বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলে।
মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যবর্তী আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। যেকোনো ভরের বস্তুদ্বয় একে অপরকে যে বলে আকর্ষণ করে তা হলো মহাকর্ষ। প্রকৃতির চারটি মৌলিক বলের একটি হলো মহাকর্ষ বল। স্যার আইজাক নিউটন ১৬৮৭ খ্রিস্টাব্দে তার ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে এ বিষয়ে ধারণা প্রদান করেন। বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম মহাকর্ষ বলের গাণিতিক ব্যাখ্যা…
তড়িৎ আবেশ কী? একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।
প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে? যে সব তাপীয় প্রক্রিয়াকে বিপরীতভাবে ঘটানো যায় এবং সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাপ, বাহ্যিক কাজ ও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান কিন্তু বিপরীত হয়, সে সব তাপগতীয় প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে।
যেসব সংকেতের মান নিরবচ্ছিন্ন পরিবর্তিত হয় এবং নিম্নতর থেকে উচ্চতম যে কোনো মান গ্রহণ করতে পারে তাদের এনালগ সংকেত বা অ্যানালগ সংকেত বলা হয়।আমাদের চারপাশে প্রতিমুহূর্তে যা ঘটছে, যেমন শব্দ, আলো, চাপ, তাপমাত্রা বা অন্য কিছু সেগুলোকে আমরা কোনো এক ধরনের তথ্য বা উপাত্ত হিসেবে প্রকাশ করি। তাদের মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে পারে। আমাদের নানা কাজে সেই মানের…