International

অটোয়া চুক্তি কি?

0 min read
অটোয়া চুক্তি বা স্থল মাইন নিষিদ্ধ চুক্তি হল একটি আন্তর্জাতিক কনভেনশন যা মাইনের ব্যবহার, মজুদ, উৎপাদন ও স্থানান্তর নিষিদ্ধ এবং ধ্বংস নিশ্চিত করে।
১৯৯২ সালে, ছয়টি বেসরকারি সংস্থা বিশ্বব্যাপী ল্যান্ডমাইন নিষিদ্ধ করার লক্ষ্য নিয়ে একটি সচেতনতামূলক প্রচারণা শুরু করে। ১৯৯৬ সালের অক্টোবর, প্রথম অটোয়া সম্মেলনে, কানাডার পররাষ্ট্র মন্ত্রী লয়েড অ্যাক্সওয়ার্দি অটোয়া প্রক্রিয়া চালু করেন। পরবর্তীতে,
১৯৯৭ সালের ডিসেম্বরে, দ্বিতীয় অটোয়া সম্মেলনে ১২২টি দেশ স্থল মাইন নিষিদ্ধ চুক্তি অনুমোদন করে। ১ মার্চ, ১৯৯৯ সালে অটোয়া চুক্তি কার্যকর হয়।
২০২৩ সাল পর্যন্ত, ১৬৪টি দেশ (ফিলিস্তিন সহ) চুক্তিটি অনুমোদন করেছে এবং মার্শাল দ্বীপপুঞ্জ, চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু এটি অনুমোদন করেনি। অটোয়া চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া স্বাক্ষর করেনি। এছাড়া উত্তর কোরিয়ার মতো দক্ষিণ কোরিয়াও চুক্তিতে স্বাক্ষর করেনি।
5/5 - (13 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x