Similar Posts
কোনো বস্তুর বিভব শক্তি 60 J বলতে কি বুঝায়?
কোনো বস্তুর বিভব শক্তি 60 J বলতে কি বুঝায়? কোনো বস্তুর বিভব শক্তি 60 J বলতে বোঝায় যে, বস্তুটিতে সঞ্চিত শক্তির পরিমাণ 60 J এবং ঐ বস্তুটি স্বাভাবিক অবস্থায় পৌছাতে 60 J কাজ সম্পাদন করে।
কেন্দ্রবিমুখী বল কাকে বলে?
কেন্দ্রবিমুখী বল কাকে বলে? যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তবে যেকোনো মুহূর্তে বৃত্তের কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর যে বল অনুভূত হয় তাকে কেন্দ্রমুখী বল বলে। নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী এ বলের প্রতিক্রিয়াস্বরূপ যে বল বৃত্তের কেন্দ্রের উপর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে ক্রিয়া করে তাকে কেন্দ্রবিমুখী বল বলে।
ফ্যানের বাতাসে শরীরের ঘাম শুকালে আরাম লাগে কেন?
ফ্যানের বাতাসে শরীরের ঘাম শুকালে আরাম লাগে কেন? ঘর্মাক্ত দেহ খুবই অস্বস্তিকর। শরীরের ঘাম শরীর থেকে বাষ্পীভবনের সুপ্ততাপ গ্রহণ করে বাষ্প হয়ে উড়ে যায়। ফ্যানের বাতাস সেই গরম বাষ্পকে দূরীভূত করে ফলে শরীর ঠাণ্ডা হয় এবং আরাম লাগে।
আলোর প্রতিসরণ কাকে বলে?
আলোর প্রতিসরণ কাকে বলে? ভিন্ন ঘনত্বের দুইটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলো যদি তির্যকভাবে আপতিত হয়, তাহলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় রশ্মির দিক পরিবর্তিত হয়। এ দিক পরিবর্তন হওয়াকে প্রতিসরণ বলে।
নিউটনের তৃতীয় সূত্রটি লিখ।
নিউটনের তৃতীয় বলের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিতে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। যখনই কোনো বস্তুর উপর একটি বল প্রযুক্ত হয়, তখনই একটি সমমানের এবং বিপরীতমুখী বল অন্য একটি বস্তুর উপর ক্রিয়া করে। এই বিষয়টিকে সাধারণত এভাবে বলা হয় – প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি নিউটনের গতির তৃতীয় সূত্র হিসেবে পরিচিত।
বল কাকে বলে?
বল কাকে বলে? যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে, তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতি পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে।