আলোর প্রতিসরণ কাকে বলে?
আলোর প্রতিসরণ কাকে বলে?
ভিন্ন ঘনত্বের দুইটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলো যদি তির্যকভাবে আপতিত হয়, তাহলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় রশ্মির দিক পরিবর্তিত হয়। এ দিক পরিবর্তন হওয়াকে প্রতিসরণ বলে।
ভিন্ন ঘনত্বের দুইটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলো যদি তির্যকভাবে আপতিত হয়, তাহলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় রশ্মির দিক পরিবর্তিত হয়। এ দিক পরিবর্তন হওয়াকে প্রতিসরণ বলে।
অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে আলো বহনের কাজে ব্যবহৃত কাচ বা প্লাস্টিকের খুব সরু, দীর্ঘ নমনীয় অথচ নিরেট ফাইবার বা তন্তু।
মৌলিক ব্যবধান কি? থার্মোমিটারের নিম্নস্থির বিন্দু ও ঊর্ধ্বস্থির বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে মৌলিক ব্যবধান বলে।
প্যাসকেলের সূত্র পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমান ভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
জড়তা কাকে বলে? বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। কোনো বস্তুর জড়তা ভরের উপর নির্ভর করে। যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। যে বস্তুর জড়তা বেশি তাকে গতিশীল করা, বেগ বৃদ্ধি করা বা বেগ হ্রাস করা, অথবা বেগের…
বিভব কাকে বলে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।
গড় মুক্ত পথ কাকে বলে? কোন অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলি গড় নিলে দূরত্বের যে মান পাওয়া যায় তাকেই গড় মুক্ত পথ বলে। গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি সবসময় পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খায়। পরপর দুটি সংঘর্ষের মধ্য অণুগুলি সরলরেখা বরাবর চলে। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে ‘মুক্তপথ’ বলে। কোন অণুর মুক্ত…