Similar Posts
সান্দ্রতা সহগ এর একক কী?
সান্দ্রতা সহগ এর একক কী? সান্দ্রতা সহগের একক Nsm-2 বা Pa-s। সান্দ্রতা সংজ্ঞা : নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে বেগের নতি একক রাখতে (অর্থাৎ একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখতে) প্রবাহী স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে ঐ তাপমাত্রায় ঐ প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ বলে ।
চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কী?
চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কী? চৌম্বক ক্ষেত্রে কোনো স্থানের একক ক্ষেত্রফলের মধ্যদিয়ে লম্বভাবে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স গমন করে তাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে।
বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন?
বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন? কোনো গতিশীল বস্তুর বেগের মান বা দিক উভয়ের পরিবর্তন হলেই ত্বরণ সৃষ্টি হয়। যদি বেগের পরিবর্তন না থাকে অর্থাৎ বেগের পরিবর্তন শূন্য হয় তাহলে ত্বরণের মান শূন্য হয় কেননা বেগের পরিবর্তনের হারই হলো ত্বরণ। অতএব, বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না।
রেটিনা কি?
রেটিনা কি? চক্ষু লেন্সের পেছনে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্ঠের গোলাপী রঙের ঈষৎ স্বচ্ছ আলোক সংবেদী আবরণকে রেটিনা বলে।
ঘর্ষণের সুবিধাগুলো কি কি?
ঘর্ষণের সুবিধাগুলো লিখ। ঘর্ষণের সুবিধাগুলো নিচে দেওয়া হলো – ঘর্ষণ না থাকলে বস্তুর কোনো গতিই শেষ হত না, বিরামহীনভাবে চলতে থাকতো। ঘর্ষণ আছে বলেই দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে থাকে। ঘর্ষণের কারণেই পাকা দালান ও বাড়িঘর নির্মাণ করা সম্ভব। ঘর্ষণের ফলে কাগজে পেন্সিল বা কলম দিয়ে লিখতে পারি। ঘর্ষণের জন্যই আমরা হাঁটা-চলা করতে পারি। ঘর্ষণকে কাজে…
জেনার ভোল্টেজ কাকে বলে?
জেনার ভোল্টেজ কাকে বলে? p-n জাংশনে বিমুখী ঝোঁকে ভোল্টেজ বাড়াতে থাকলে শেষে এক সময় হঠাৎ করে বিপুল পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়। যেন মনে হয় p-n জংশনের বিভব বাধা একেবারে বিলুপ্ত হয়ে গেছে। বিমুখী ঝোঁকের ক্ষেত্রে যে ভোল্টেজের জন্য এরূপ ঘটে তাকে জেনার ভোল্টেজ বা জেনার বিভব (Zener Voltage) বলে।