Similar Posts
সমযোজী বন্ধনের সীমাবদ্ধতা
সমযোজী বন্ধনের সীমাবদ্ধতা বিজ্ঞানী লুইস ও কোজেল এর মতবাদ অনুসারে সমযোজী বন্ধন গঠনকালে পরমাণুতে বহিঃস্থ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো তথা আটটি ইলেকট্রন অর্জিত হতে হয়। এ মতবাদকে অষ্টক তত্ত্ব বলে। সাধারণত অষ্টক তত্ত্ব অনুসারে সমযোজী অণুসমূহ গঠিত হয়। কিছু কিছু ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ ও অষ্টক সংকোচনের ফলে এ নীতির ব্যতিক্রম পরিলক্ষিত হয়।
বৈদ্যুতিক আবেশ কাকে বলে?
বৈদ্যুতিক আবেশ (Electric induction) কাকে বলে? দুইটি বস্তুর পারস্পরিক ঘর্ষণের ফলে আধানের উদ্ভব হয়। আবার আহিত বস্তুকে অনাহিত বস্তুর সংস্পর্শে আনলে অনাহিত বস্তুটি আহিত হয়। কিন্তু অনাহিত বস্তুকে আহিত বস্তুর সংস্পর্শে না এনে শুধু কাছাকাছি নিয়ে এলেও এটি আহিত হয়। তড়িৎ আবেশের জন্য এরকম হয়। একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর…
বস্তু দ্বারা সম্পাদিত কাজ কোন বিষয়ের উপর নির্ভর করে?
বস্তু দ্বারা সম্পাদিত কাজ কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তু দ্বারা সম্পাদিত কাজ নির্ভর করে বস্তুতে সঞ্চিত বিভব শক্তি এবং তার গতির উপর। কোন বস্তুকে উপরে তুললে তারমধ্যে সঞ্চিত শক্তির কারণে নিচে নেমে আসতে পারে অর্থাৎ কাজ করতে পারে। আবার গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করতে পারে। যেমন গতিশীল বুলেট তার গতিশক্তির জন্য কোন দেওয়াল ভেদ করে যেতে পারে।
প্রবাহ বিবর্ধক গুণক কি?
প্রবাহ বিবর্ধক গুণক কী? ট্রান্সজিস্টরের সংগ্রাহক প্রবাহ পরিবর্তন এবং নিঃসাারক প্রবাহ পরিবর্তনের অনুপাতকে প্রবাহ বিবর্ধক গুণক বলে।
আধান কাকে বলে?
আধান কাকে বলে? মৌলিক পদার্থের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে।
তরঙ্গ মুখ কাকে বলে?
তরঙ্গ মুখ কাকে বলে? তরঙ্গের উপরস্থ সমদশাসম্পন্ন কণাগুলোর সাধারণ সঞ্চারণ পথকে তরঙ্গ মুখ বলে।