Similar Posts
বায়োট – স্যাভার্ট সূত্রটি কি?
বিয়োঁ-স্যাভার সূত্রঃ নিদিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এর আশ-পাশের কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহীর মধ্যবিন্দু ও ঐ বিন্দুর সংযোজক সরলরেখা পরিবাহীর মধ্যবিন্দুতে স্পর্শকের সাথে যে কোণ উৎপন্ন করে তার sine এর সমানুপাতিক এবং পরিবাহীর মধ্যবিন্দু হতে ঐ বিন্দুর দূরত্বের বর্গের…
সমন্বিত বর্তনী কী?
সমন্বিত বর্তনী কী? সমন্বিত বর্তনী বা IC হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী সংযুক্ত থাকে।
স্ফুটনাঙ্ক কাকে বলে? | স্ফুটনাংক কী । স্ফুটনাংক বলতে কী বুঝো ?
স্ফুটনাঙ্ক কাকে বলে? যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন হয়, তাকে ঐ তরলের স্ফুটনাঙ্ক বলে। 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনাে তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উত্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। যেমন- 1 বায়ুমন্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100°c।
ভেক্টর রাশি ও স্কেলার রাশি
ভেক্টর রাশি ও স্কেলার রাশি বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। যেমন- কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ ইত্যাদি সবই রাশি। বস্তু জগতের এই সকল রাশিকে বর্ণনার জন্য কোনো কোনোটির দিক নির্দেশের প্রয়োজন হয়, আর কোনো কোনো রাশির দিক নির্দেশের প্রয়োজন হয় না। তাই দিক বিবেচনায় রাশিকে দু’ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ ১. ভেক্টর রাশি বা সদিক…
দেয়ালে পেরেক ঢুকলে আটকে থাকে কেন?
দেয়ালে পেরেক ঢুকলে আটকে থাকে কেন? দেয়ালে পেরেক ঢুকলে আটকে থাকে ঘর্ষণ বলের কারণে। যখন পেরেককে দেওয়ালের মধ্যে ঢোকানো হয় তখন এর বাইরের পৃষ্ঠ এবং দেওয়ালের ভিতরের পৃষ্ঠের কণাগুলোর মধ্যে একটি ঘর্ষণ বলের উদ্ভব হয়। এই কারণে পেরেক দেওয়ালে আটকে থাকে।
সান্দ্রতাগুণাঙ্ক কাকে বলে?
সান্দ্রতাগুণাঙ্ক কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে বেগের প্রতি একক রাখতে প্রবাহী স্তরের একক ক্ষেত্রফলে যে স্পশকীয় বলের প্রয়োজন হয় তাকে সান্দ্রতা গুণাঙ্ক বলে।