Similar Posts
মেলোডি কী? মেলোডি কাকে বলে?
মেলোডি কী? কতগুলো শব্দ একের পর এক উৎপন্ন হয়ে যদি একটি সুর যুক্ত শব্দের সৃষ্টি করে তাবে তাকে মেলোডি বলে।
তাপমাত্রা কি?
তাপমাত্রা কি? তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে, বস্তুটি অপর কোনা বস্তুর সংস্পর্শে আসলে তাপ দিবে না নিবে।
পদার্থ কাকে বলে? পদার্থ কত প্রকার ও কী কী? সংজ্ঞাসহ উদাহারন
পদার্থ কী? আমাদের আশেপাশে আমরা যা দেখতে পাই বা অনুবভব করতে পারি তাই হচ্ছে পদার্থ। আপনার সামনে একটি টেবিল আছে, টেবিলে গ্লাস আছে এবং গ্লাসে পানি আছে। এখানে টেবিল, গ্লাস, পানি প্রত্যেকেই এক একটি পদার্থ। আমরা নিজে নিজেই একটি পদার্থের অন্যতম উদাহারন। আমাদের শ্বাস প্রশ্বাস চলার মাধ্যমে আমরা বেঁচে আছি। আমরা সবাই জানি, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে…
প্রকৃত সময় কী?
প্রকৃত সময় কী? পর্যবেক্ষকের প্রসঙ্গ কাঠামোতে ঘটা দুটি ঘটনার সময় ব্যবধানকে প্রকৃত সময় বলে।
লজিক গেট কী?
লজিক গেট কী? যে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে এবং যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে।
স্পন্দন গতি কাকে বলে?
স্পন্দন গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এব বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। পর্যাবৃত্ত গতিশীল কোন বস্তুর গতি যদি নির্দিষ্ট সময় পর পর বিপরীতমুখী হয় তবে এ ধরনের গতিকে স্পন্দন বা দোল গতি বলে। উদাহরণ স্বরূপ বলা…