Similar Posts
ভর জড়তার পরিমাপক কেন?
ভর জড়তার পরিমাপক কেন? ভিন্ন ভরের দুটি বস্তু নিয়ে বস্তুদ্বয়কে স্থির অবস্থা থেকে গতিশীল করতে চাইলে নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি প্রচেষ্টার দরকার হবে। একইভাবে বস্তুদ্বয় যদি গতিশীল থাকে তবে তাদেরকে থামানোর ক্ষেত্রে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি প্রচেষ্টা করতে হবে। এজন্যই বলা হয় ভর হলো জড়তার পরিমাপক।
ঘর্ষণ কোণ কাকে বলে?
ঘর্ষণ কোণ কাকে বলে? সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলকে সংযোজন করে যে লব্ধি প্রতিক্রিয়া পাওয়া যায় সেটি অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে। ঘর্ষণ কোণ চিত্রে, সীমান্তিক ঘর্ষণ fs ও অভিলম্বিক প্রতিক্রিয়া R-কে সংযোজন করে লব্ধ প্রতিক্রিয়া S পাওয়া গেল। এই লব্ধ প্রতিক্রিয়া S ও অভিলম্বিক প্রতিক্রিয়া R-এর মধ্যবর্তী কোণ λ হচ্ছে…
নিরাপত্তা ফিউজ ব্যবহার করা হয় কেন?
নিরাপত্তা ফিউজ ব্যবহার করা হয় কেন? তড়িৎ বর্তনীতে সাধারণত তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর তারই বেশি ব্যবহৃত হয়। এদের একটি নির্দিষ্ট গলনাঙ্ক আছে। ফলে শর্ট-সার্কিট বা অন্যান্য কারণে বর্তনীতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেলে তারের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এটি তার গলনাঙ্কে পৌঁছে গিয়ে ভয়ঙ্কর বিপদ ঘটাতে পারে। এক্ষেত্রে গৃহ বা কলকারখানার যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, এমনকি…
সদৃশ বা সমান্তরাল ভেক্টর কি?
সদৃশ বা সমান্তরাল ভেক্টর কি? সমজাতীয় দুটি বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে। নিচের চিত্রে A এবং C ভেক্টর দুটি সদৃশ (কারণ একই দিক এবং একই ধারক রেখায়); A ও B অথবা A, C ও B প্রত্যেকে সদৃশ (কারণ একই দিক এবং সমান্তরাল ধারক রেখা)। সদৃশ ভেক্টর
অভিকর্ষজ ত্বরণকে সমত্বরণ বলা যায় কেন?
অভিকর্ষজ ত্বরণকে সমত্বরণ বলা যায় কেন? কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম বা সমত্বরণ বলে। আবার আমরা জানি, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এ সংজ্ঞা থেকে ‘সুস্পষ্ট যে, পড়ন্ত বস্তু নির্দিষ্ট দিক অর্থাৎ নিচের দিকে যখন পড়ে…
ক্যাথেটার কি?
ক্যাথেটার কি? এনজিওগ্রাম করার সময় চিকিৎসক রোগীর দেহে একটি তরল পদার্থ যে সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দেন, সে নলটিকে ক্যাথেটার বলে।