Similar Posts
কার্শফের দ্বিতীয় সূত্রটি কি?
কার্শফের দ্বিতীয় সূত্রটি কি? কোনো বদ্ধ তড়িৎ বর্তনী পরিক্রমণকালে যে সব বিভব পরিবর্তনের সম্মুখীন হতে হয় তাদের বীজগাণিতিক যোগফল শূন্য।
কোন বস্তুর বিভব শক্তি 1176 J বলতে কি বোঝায়?
কোন বস্তুর বিভব শক্তি 1176 J বলতে কি বোঝায়? ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় কোন বস্তুর বিভব শক্তি 1176 J বলতে বোঝায়, ভূপৃষ্ঠ হতে বস্তুটিকে এর অভিকর্ষের বিরুদ্ধে বলপ্রয়োগ করে উক্ত উচ্চতায় তুলতে 1176 J পরিমান কাজ করতে হয়েছে এবং উক্ত কাজ এখন এরমধ্যে বিভব শক্তি রূপে সঞ্চিত রয়েছে। ফলে বস্তুটিকে মুক্তভাবে পড়তে দিলে মাটিতে নেমে…
কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড়দ্রুতি অশূন্য হতে পারে – কেন?
কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড়দ্রুতি অশূন্য হতে পারে – কেন? গড় বেগের ক্ষেত্রে সরণকে সময় দ্বারা ভাগ করে বের করা হয়। এখন যদি কোন বস্তু বিভিন্ন পথ ঘুরে ঠিক তার আদি অবস্থানে ফিরে আসে তখন সরণ শূন্য হয় এবং ফলে গড় বেগ শূন্য হয়ে যায়। কিন্তু বস্তুটি আঁকাবাঁকা বা সরলপথে মোট যতটুকু পথ অতিক্রম…
সুরাষ্টক কাকে বলে?
সুরাষ্টক কাকে বলে? কোন অষ্টকের অন্তর্গত আটটি সম-সঙ্গতিপূর্ণ সুরকে সুরাষ্টক বলা হয়।
মুক্ত ইলেকট্রন কি?
মুক্ত ইলেকট্রন কি? পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক কম থাকে বলে এরা সহজেই পরমাণু থেকে মুক্ত হয়ে তড়িৎ পরিবহনে অংশ নেয়। এদের মুক্ত ইলেকট্রন বলে।
বলের ঘাত কি?
বলের ঘাত কি? বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে।