গ্রুপ বেগ কী?
গ্রুপ বেগ কী?
গ্রুপ বেগ হলো তরঙ্গের সেই বেগ যে বেগে তরঙ্গের এনভেলাপ স্পেসের মধ্যে দিয়ে সঞ্চারিত হয়।
গ্রুপ বেগ হলো তরঙ্গের সেই বেগ যে বেগে তরঙ্গের এনভেলাপ স্পেসের মধ্যে দিয়ে সঞ্চারিত হয়।
ভর ভ্রামক কাকে বলে? কোনো বস্তুকণার ভর ও কোনো নির্দিষ্ট অক্ষ বা সমতল থেকে ঐ কণার লম্ব দূরত্বের গুণফলকে ঐ অক্ষ বা সমতল সাপেক্ষে কণাটির ভর ভ্রামক বলে।
জেনারেটর কী? যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে জেনারেটর বলে।
স্টোকস এর সূত্র বিজ্ঞানী স্টেকস দেখান যে, η সান্দ্রতা গুণাঙ্কের কোনো তরলের (প্রবাহীর) ভেতর দিয়ে পড়ার সময় r ব্যাসার্ধের কোনো ক্ষুদ্রাকার গোলক v প্রান্তিক বেগ প্রাপ্ত হলে বস্তুর উপর সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল F ক্রিয়া করে। এই বল গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক, প্রান্তিকবেগের সমানুপাতিক এবং সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। এই সূত্রটিকে স্টোকসের সূত্র বলে। সীমাবদ্ধতাঃ স্টোকসের সূত্র শুধু অসীম বিস্তৃতির…
সুবেদী থার্মোমিটার কাকে বলে? যে থার্মোমিটারের সাহায্যে সামান্য তাপমাত্রার পার্থক্য অতিশয় সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় তাকে সুবেদী থার্মোমিটার বলে।
প্যাসকেলের সূত্র পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমান ভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
অপ্রচলিত শক্তি কাকে বলে? বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য সমস্ত শক্তি উৎসের ব্যবহার এখনো পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত হয় নি, সেই সমস্ত শক্তির উৎসকে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলা হয়। আর এই সমস্ত শক্তির উৎস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে। অপ্রচলিত শক্তির উৎস অপ্রচলিত শক্তির গুরুত্বপূর্ণ উৎসগুলো হলো –…