Similar Posts
কর্মদক্ষতা কী?
কর্মদক্ষতা কী? কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থায় বা যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ ব্যবস্থার বা যন্ত্রে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে η(ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
আলোককেন্দ্র কি?
আলোককেন্দ্র কি? লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় তাকে আলোককেন্দ্র বলে।
বিভব শক্তি বা স্থিতি শক্তি কি?
বিভব শক্তি বা স্থিতি শক্তি কি? স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে।
সমযোজী বন্ধনের সীমাবদ্ধতা
সমযোজী বন্ধনের সীমাবদ্ধতা বিজ্ঞানী লুইস ও কোজেল এর মতবাদ অনুসারে সমযোজী বন্ধন গঠনকালে পরমাণুতে বহিঃস্থ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো তথা আটটি ইলেকট্রন অর্জিত হতে হয়। এ মতবাদকে অষ্টক তত্ত্ব বলে। সাধারণত অষ্টক তত্ত্ব অনুসারে সমযোজী অণুসমূহ গঠিত হয়। কিছু কিছু ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ ও অষ্টক সংকোচনের ফলে এ নীতির ব্যতিক্রম পরিলক্ষিত হয়।
বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তুর কোনো ত্বরণ থাকে না কেন?
বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তুর কোনো ত্বরণ থাকে না কেন? বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তুর কোনো ত্বরণ থাকে না কারণ -নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, বল = ভর × ত্বরণ অর্থাৎ নিদিষ্ট ভরের কোনো বস্তুর জন্য ত্বরণ বলের সমানুপাতিক। বাহ্যিক বল ক্রিয়া না করলে অর্থাৎ বল = ০ হলে, ত্বরণও শূন্য হবে, কারণ…
বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য
বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং বেগ ত্বরণ ১ সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ২ বেগের একক ms-1 ত্বরণের একক ms-2 ৩ বেগের মাত্রা [LT-1] ত্বরণের মাত্রা [LT-2] ৪ গতিহীন বস্তুর বেগ শূন্য হয়। বস্তুর গতিহীন বা বেগ শূন্য হলেও বস্তুর উপর ত্বরণ…