Similar Posts
যখন কোনো ব্যক্তি নৌকা থেকে লাফ দেয় তখন নৌকাটি পিছনের দিকে ছুটে যায় কেন?
যখন কোনো ব্যক্তি নৌকা থেকে লাফ দেয় তখন নৌকাটি পিছনের দিকে ছুটে যায় কেন? নৌকা থেকে কোনো ব্যক্তি লাফ দিলে ব্যক্তি নৌকার উপর বল প্রয়োগ করে এবং নৌকা ও ব্যক্তির ভরবেগের পরিবর্তন হয়। ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে, নৌকা ও ব্যক্তির ভরবেগের পরিবর্তন হবে পরস্পরের সমান ও বিপরীতমুখী। এ কারণেই নৌকা পিছনের দিকে ছুটে যায়।
প্যাসকেলের সূত্র
প্যাসকেলের সূত্র পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমান ভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
সুরযুক্ত শব্দ কাকে বলে?
সুরযুক্ত শব্দ কাকে বলে? শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে।
অসংরক্ষণশীল বল কাকে বলে? অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য
অসংরক্ষণশীল বল (Non conservative Force) কাকে বলে? কোনো কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না, সেই বলকে অসংরক্ষণশীল বল বলে। আমরা জানি, ঘর্ষণবল সর্বদা গতির বিরোধিতা করে। একটি বস্তুকে অমসৃণ টেবিলের উপর দিয়ে টেনে নিলে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে।…
কার্নো চক্র কি?
কার্নো চক্র কি? যে চক্রে কার্যকরী পদার্থকে কোনো নির্দিষ্ট আয়তন, চাপ ও তাপমাত্রা থেকে শুরু করে দুটি প্রসারণ ও দুটি সংকোচনের মাধ্যমে তাপকে কাজে রূপান্তরিত করে কার্যকরী বস্তুকে প্রথমাবস্থায় ফিরিয়ে আনা হয় সেই চক্রকে কার্নো চক্র বলে।
কাদাযুক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন?
কাদাযুক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন? রাস্তায় হাঁটার সময় রাস্তা ও পায়ের তলার মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় তার জন্য আমরা চলতে পারি। কিন্তু রাস্তা কাদাযুক্ত হলে রাস্তা ও পায়ের তলার মধ্যকার ঘর্ষণ বল হ্রাস পায়। এর ফলে কাদাযুক্ত রাস্তায় আমরা পিছলে যাই।