Similar Posts
কেন্দ্রমুখী ত্বরণ কি?
কেন্দ্রমুখী ত্বরণ কি? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর সময়ের সাথে বৃত্তের ব্যাসার্ধ বরাবর এবং বৃত্তের কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। বৃত্তীয় গতিতে গতিশীল প্রত্যেকটি বস্তু রৈখিক দ্রুতি ধ্রুব থাকলেও এর কেন্দ্রমুখী ত্বরণ বিদ্যমান। এই ত্বরণের উৎস কেন্দ্রমুখী বল যা বস্তুর গতির দিকের পরিবর্তন ঘটায়। ফলে বৃত্তীয় গতিতে রৈখিক বেগ…
দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? দন্ত চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয়।
কর্মদক্ষতা কী?
কর্মদক্ষতা কী? কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থায় বা যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ ব্যবস্থার বা যন্ত্রে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে η(ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
দোলন গতি কাকে বলে?
দোলন গতি কাকে বলে? একটি সরু সুতার এক প্রান্তের সাথে একটি ছোট পাথরের টুকরো বেঁধে সুতার অন্য প্রান্ত একটি টেবিলের প্রান্তের সাথে বেঁধে ঝুলিয়ে দিন। এখন পাথরটির এক প্রান্ত সামান্য পরিমাণ টেনে ছেড়ে দিন। পাথরটি দুলতে থাকবে এবং নির্দিষ্ট সময় পর পর পাথরটির গতির কি পরিবর্তিত হবে। পাথরটির এ ধরনের গতি দোলন গতি। ঘড়ির দোলকের…
আলোক কেন্দ্র কী?
আলোক কেন্দ্র কী? কোনো আলোকরশ্মি যদি কোনো লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় তাহলে সেই রশ্মি লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে লেন্সের আলোককেন্দ্র বলে।
ভেক্টরের উপাংশ কি?
ভেক্টরের উপাংশ কি? একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টরের বিভাজন বলে এবং বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলে।