Similar Posts
কোনো বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 5 MW এর অর্থ কি?
কোনো বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 5 MW এর অর্থ কি? কোনো বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তির দ্বারা প্রতি সেকেন্ডে 5×106 joule কাজ করা যায়।
অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?
অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন আবদ্ধ স্থানে সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে, তা অপেক্ষা কম বাষ্প থাকলে ঐ বাষ্পচাপকে অসম্পৃক্ত বাষ্প বলে এবং এর দ্বারা সৃষ্ট চাপকে অসম্পক্ত বাষ্পচাপ বলে।
কাচে গুলি করলে ছিদ্র হয় কিন্তু ঢিল ছুঁড়লে কাচ চূর্ণবিচূর্ণ হয়
কাচে গুলি করলে ছিদ্র হয় কিন্তু ঢিল ছুঁড়লে কাচ চূর্ণবিচূর্ণ হয় আমরা জানি, A ক্ষেত্রফলের উপর F বল প্রযুক্ত হলে উৎপন্ন চাপ, P = F/A. অর্থাৎ বলের মান যত বেশি হবে এবং ক্ষেত্রফল যত কম হবে প্রযুক্ত চাপের পরিমাণ তত বেশি হবে। বন্দুকের গুলির আকার ছোট এবং এটি অনেক গতিশক্তি নিয়ে কাচের উপর বল প্রয়োগ…
মুক্ত ইলেকট্রন কি?
মুক্ত ইলেকট্রন কি? পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক কম থাকে বলে এরা সহজেই পরমাণু থেকে মুক্ত হয়ে তড়িৎ পরিবহনে অংশ নেয়। এদের মুক্ত ইলেকট্রন বলে।
জেনার ডায়োড কি?
জেনার ডায়োড কী? জেনার ডায়োড হলো এমন একটি ডায়োড যার মধ্যে দিয়ে অধিক পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলেও নষ্ট হয় না। বিশেষ ধরনের ডায়োড বিপরীত ভোল্টেজ জেনার ভোল্টেজের চেয়ে বেশি হলে এটি পুড়ে বিনষ্ট হয় না।
বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন?
বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন? বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কারণ গতি জড়তার কারণে একটি গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। একটি বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পর ফ্যানটি গতি জড়তার কারণেই সাথে সাথে থেমে যায় না। বরং কিছুক্ষণ ঘোরে ধীরে ধীরে থেমে যায়।