Similar Posts
অসহ পীড়ন কাকে বলে?
অসহ পীড়ন কাকে বলে? কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহভারকে অসহ পীড়ন (Breaking Stress) বলে। অসহ পীড়ন = অসহ বল ÷ ক্ষেত্রফল
সমোষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য
সমোষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য এই পরিবর্তনে প্রয়োজন মতো তাপ সরবরাহ অথবা গ্রহণ করতে হবে। এটি একটি ধীর প্রক্রিয়া। এই পরিবর্তনে পাত্রটি তাপের সুপরিবাহী হওয়া প্রয়োজন। সমোষ্ণ পরিবর্তন বয়েল এর সূত্র মেনে চলে। অর্থাৎ PV = ধ্রুবক।
সমবর্তিত আলোক কাকে বলে?
সমবর্তিত আলোক কাকে বলে? একটি তলে কিংবা এর সমান্তরাল তলে কম্পমান আড় তরঙ্গ বিশিষ্ট আলোকে সমবর্তিত আলোক বলে।
কোন যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে কী বোঝায়?
কোন যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে কী বোঝায়? কোন যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বোঝায় যে, ঐ যন্ত্রে 100 একক শক্তি সরবরাহ করলে 60 একক কার্যকর শক্তি পাওয়া যায় এবং (100 – 60) = 40 একক শক্তি অপচয় হয়। কোন যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে কী বোঝায়? কোন যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে বোঝায় যে, ঐ যন্ত্রে 100 একক…
ত্বরণ কাকে বলে? | ত্বরণ কি?
ত্বরণ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যে কোন সময় ব্যবধানে কোন বস্তু গড়ে প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন হয় তাই গড় ত্বরণ।
বায়ু ভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তা সামনের দিকে উড়ে চলে না কেন?
বায়ু ভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তা সামনের দিকে উড়ে চলে না কেন? বায়ু ভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে সামনের দিকে এগিয়ে চলে। যখন বেলুন ফুটা করে দেয়া হয় তা থেকে যে বায়ু নির্গত হয় তার একটি ভরবেগ থাকে। তখন ভরবেগ সংরক্ষিত থাকার জন্য বেলুন…