কোষের আত্মঘাতী থলিকা বলতে কি বুঝায়?
লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলিকা বলা হয়। এটি পর্দা দিয়ে আবৃত একটি অঙ্গাণু যার অভ্যন্তরে অনেক উৎসেচক থাকে। দেহে অক্সিজেনের অভাব হলে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্থ হয় এবং উৎসেচকগুলো বেরিয়ে নিজ কোষকেই মেরে ফেলে। এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলে।