Similar Posts
অভিস্রবণিক চাপ কাকে বলে?
অভিস্রবণিক চাপ (Osmotic pressure) অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক অণুর অধিকতর ঘন দ্রবণে প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে হলে ঘন দ্রবণের দিক থেকে যে চাপ প্রয়োগ করতে হয় তাকে ঐ দ্রবণের অভিস্রবণিক চাপ বলে। দ্রবণ যত ঘন হবে অভিস্রবণিক চাপ ততো বেশি হবে।
শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলতে কি বোঝায়?
শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলতে কি বোঝায়? সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়াতে শর্করা উৎপাদন করে। এ প্রক্রিয়ার বেশির ভাগই সবুজ পাতার ক্লোরোফিলে সংঘটিত হয়ে থাকে। সবুজ পাতার সংখ্যা যত কমে, শর্করা উৎপাদনও কম হয়। এ কারণেই পাতাকে শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলা হয়।
পরাগথলি কি?
পরাগথলি কি? পুংকেশরের দণ্ডের মাথায় থলের মতো অংশই পরাগথলি।
লিথাল জিন কাকে বলে?
লিথাল জিন কাকে বলে? কোনো জিনের মিউটেশনের ফলে সৃষ্ট জিনকে যদি বাহক জীবের মৃত্যু ঘটায় তবে উক্ত মিউটেটেড জিনকে লিথাল জিন বলে।
গ্যাসট্রিক আলসার কি?
গ্যাসট্রিক আলসার কি? আলসার হলো পাকস্থলির প্রদাহ বা ক্ষত। দীর্ঘদিন ধরে খাদ্য গ্রহণে অনিয়ম হলে পাকস্থলিতে অম্লের আধিক্য ঘটে। অনেকদিন ধরে এ অবস্থা চলতে থাকলে পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি হয়, তখন একে গ্যাস্ট্রিক আলসার বলে। এ রোগে পেটের ঠিক মাঝখানে একঘেয়ে ব্যাথা অনুভব হয়। এ রোগের প্রতিকারের জন্য নিয়মিত সহজপাচ্য খাদ্যগ্রহণ এবং অধিক তেল ও মশলাযুক্ত…
স্তর বিহীন প্রাণী কি?
স্তর বিহীন প্রাণী কি? যে সকল প্রাণীর দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে স্তরবিহীন প্রাণী বলে। যেমন- অ্যামিবা (Amoeba proteus)।