Similar Posts
উদ্ভিদের সামগ্রিক চলন কি?
উদ্ভিদের সামগ্রিক চলন কি? উদ্ভিদ দেহের কোনো অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে একস্থান থেকে অন্যস্থানে গমন করে তাকে সামগ্রিক চলন বলে। যেমন- ছত্রাক ও উন্নত শ্রেণির উদ্ভিদের যৌন জনন কোষে এবং জুস্পোরে এ ধরনের চলন দেখা যায়।
ট্রোপোট্যাক্সিস কাকে বলে?
ট্রোপোট্যাক্সিস কাকে বলে? দুই বা ততোধিক গ্রাহক অঙ্গের মাধ্যমে কোনো একটি উদ্দীপকের উদ্দীপনা একই সাথে গৃহীত হলে একই সময়ে সংঘটিত প্রক্রিয়াকে তুলনা করে যে ভারসাম্যমূলক সঞ্চালন ঘটে তাকে ট্রোপোট্যাক্সিস বলে।
শ্রেণিবিন্যাসবিদ্যা কাকে বলে?
শ্রেণিবিন্যাসবিদ্যা কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় শ্রেণিবিন্যাসের তত্ত্বসমূহ, মূলনীতি, নামকরণের নিয়মাবলি, প্রথা ও তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে শ্রেণিবিন্যাসবিদ্যা (Taxonomy) বলে।
ফুসফুসে ক্যান্সার কেন হয়? | ফুসফুস ক্যান্সার প্রতিকারে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয় কেন?
ফুসফুসে ক্যান্সার কেন হয়? বিভিন্ন কারণে ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ধূমপান, আয়নীয় বিকিরণ, ফুসফুসের পুরনো ক্ষত, দীর্ঘকাল স্থায়ী ফুসফুসীয় প্রতিবন্ধকতামূলক রোগ ইত্যাদি। তাছাড়াও তেজষ্ক্রিয় আকরিক উত্তোলনকারী, নিকেল শোধনকারী এবং ক্রোমেট ও কোলগ্যাস উৎপাদনে নিয়োজিত শ্রমিকরা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। ফুসফুস ক্যান্সার প্রতিকারে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয় কেন? রেডিয়েশন বা…
CAM কী?
CAM কী? CAM হলো Crassulacean Acid Metabolism-এর সংক্ষিপ্ত রূপ।
খাদ্য কাকে বলে?
খাদ্য কাকে বলে? জীবের দেহে শক্তি সরবারহ করতে, দেহ গঠনে, জীবনের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে যেসব জৈব উপাদান গ্রহণ করে তাকে খাদ্য বলে। অর্থাৎ খাদ্য হলো পুষ্টিগুণযুক্ত কোনো পদার্থ যা প্রাণীর দেহে শক্তি সরবরাহ এবং টিস্যু তৈরি ও প্রতিস্থাপন এবং জীবনের কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।