ক্রিস্টি কাকে বলে?
মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরটি ভাঁজ হয়ে আঙুলের মতো যে অভিক্ষেপ তৈরি হয়, তাকে ক্রিস্টি বলে।
ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, একে অক্সিজোম বলে। অক্সিজোমে বিভিন্ন ধরনের উৎসেচক সাজানো থাকে।
বাইরের ঝিল্লি সোজা কিন্তু ভেতরের ঝিল্লি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মত প্রবর্ধক বা ক্রিস্টি সৃষ্টি করে। এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে।
ক্রিস্টির ভেতরের গহ্বরকে অন্তঃক্রিস্টি গহ্বর বলে। যা বহিঃপ্রকোষ্টের সাথে যুক্ত থাকে।