Similar Posts
ডিপ্লয়েড কি?
ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড হলো দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন। সাধারণত উচ্চ শ্রেণির জনন কোষ সৃষ্টির সময় এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। এ অবস্থাকে হ্যাপ্লয়েড বলে।
একস্তরী প্রাণী কি?
একস্তরী প্রাণী কি? এরা সরল ধরনের প্রাাণী। এদের দেহের কোষসমূহ একটি মাত্র স্তরে সজ্জিত। যেমন- স্কাইফা (Scypha gilatinosum)।
কোষ প্রাচীরের কাজ
কোষ প্রাচীরের কাজ কোষপ্রাচীর কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে। প্রতিকূল পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে। কোষের দৃঢ়তা দান করে এবং উদ্ভিদদেহের কঙ্কাল গঠনের মতো কাজ করে। কোষগুলোকে পরস্পর থেকে পৃথক করে রাখে। কোষ বিভাজনের ধারা বজায় রাখে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। পিট অংশে প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে আন্তঃকোষীয় যোগাযোগ সৃষ্টিতে (পানি ও খনিজ…
ইনসুলিন কি?
ইনসুলিন কি? ইনসুলিন হলো এক প্রকার হরমোন যা দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। ইনসুলিন হরমোন অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ইনসুলিন হরমোনের প্রভাবেই রক্তে ও প্রসাবে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে।
অ্যান্টিজেন কি?
অ্যান্টিজেন কি? দেহের ভেতরে যে সব পদার্থ বহিরাগত বলে চিহ্নিত হয় এবং যাদের অনুপ্রবেশের ফলে দেহ অনাক্রমজনিত সাড়া দেয়, তারাই হলো অ্যান্টিজেন।
গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয় কেন?
গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয় কেন? প্রাণিদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক শক্তির প্রয়োজন হলে গ্লাইকোজেন শর্করায় পরিণত হয়ে প্রয়োজনীয় শক্তি যোগায়। এছাড়াও রক্তে কখনও গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত হয় ও রক্তস্রোতে মিশে যায়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে। এ সকল কারণে গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয়।