স্টোন সেল কি?
স্টোন সেল কি?
নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজত্বকে অবস্থানকৃত পুরু লিগনিনযুক্ত স্কেলেরেনকাইমা টিস্যুই হলো স্টোন সেল।
নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজত্বকে অবস্থানকৃত পুরু লিগনিনযুক্ত স্কেলেরেনকাইমা টিস্যুই হলো স্টোন সেল।
রাইজোম কি? যেসব কাণ্ড মাটির নিচে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে অবস্থান করে এবং এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে তাই রাইজোম।
লোকাল হরমোন কাকে বলে? স্থানীয় হরমোন কাকে বলে? যে হরমোনের ক্রিয়া সাধারণত উৎসস্থল বা উৎস গ্রন্থিতে সীমাবদ্ধ, তাদের স্থানীয় হরমোন বা লোকাল হরমোন বলে। উৎপত্তিস্থলে ক্রিয়াকারী হরমোনগুলিকে বলা হয় লোকাল বা স্থানীয় হরমোন। যেমন: টেস্টোস্টেরন, সিক্রেটিন, গ্যামট্রিন, কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইনিন, প্রোস্টাগ্ল্যাডিন, ব্রার্ডিকাইনিন, হিস্টামিন ইত্যাদি।
অভিব্যক্তি কাকে বলে? যে পদ্ধতিতে অত্যন্ত ধীরে ধীরে অথচ ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে উদ্বংশীয় নিম্নশ্রেণির সরল জীব থেকে ক্রমান্বয়ে উন্নত শ্রেণির জটিল জীবের আবির্ভাব ঘটে, তাকে অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন বলে। যে মন্থর গতিশীল প্রক্রিয়ায় ধারাবাহিক পরিবর্তন ও ক্রমিক রূপান্তরের মাধ্যমে পূর্বপুরুষ অর্থাৎ সরল উদবংশীয় জীব থেকে নতুন ও অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব…
জৈবমুদ্রা বলতে কী বোঝায়? জীবের শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় তা ATP আকারে জমা থাকে। এটি থেকে একটি ফসফেট বা ফসফোরিক এসিড মুক্ত হলে শক্তি নির্গত হয়। সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ সম্পন্ন হয়। ATP শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। জৈবমুদ্রা বলতে এই ATP কেও বোঝানো হয়।
রূপান্তরিত অস্থানিক মূল কি? যেসব অস্থানিক মূল উদ্ভিদের বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয় সেগুলোই রূপান্তরিত অস্থানিক মূল।
ব্রেনডেথ কি? মানুষের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা হারিয়ে যাওয়াই হলো ব্রেনডেথ। ব্রেনডেথ ব্যক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ জরুরী অবস্থায় রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়। ব্রেনডেথ ব্যক্তির গুরুত্বপূর্ণ অঙ্গ সক্রিয় থাকে।