Similar Posts
কিডনি সংযোজন কি?
কিডনি সংযোজন কি? কিডনি সংযোজন বলতে কিডনি প্রতিস্থাপন বুঝায়। যখন কোনো ব্যক্তির কিডনি অকেজো হয়ে পড়ে, তখন সুস্থ ব্যক্তির কিডনি অথবা মরণোত্তর কিডনি দানের মাধ্যমে প্রাপ্ত কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করা যায়। একেই কিডনি সংযোজন বলে।
পজিটিভ ফটোট্রপিজম কাকে বলে?
পজিটিভ ফটোট্রপিজম কাকে বলে? আলোর উপস্থিতিতে উদ্ভিদের কাণ্ডের ও শাখা প্রশাখার আলোর দিকে অথবা আলোর বিপরীত দিকে চলনই ফটোট্রপিজম চলন। এটি এক ধরনের বক্রচলন। সাধারণত উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখার আলোর দিকে এবং মূলের আলোর বিপরীত দিকে চলন ঘটে। কাণ্ডের আলোর দিকে চলনকে পজিটিভ ফটোট্রপিজম বলে।
সেরিবেলাম কাকে বলে?
সেরিবেলাম কাকে বলে? মানুষের মস্তিষ্কে অবস্থিত পনসের পৃষ্ঠীয় ভাগে অবস্থিত খণ্ডাংশটিকে বলা হয় সেরিবেলাম। এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ ও ভেতরের দিকে শ্বেত পদার্থ থাকে। সেরিবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ, চলনে সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা ইত্যাদি কার্যাবলি নিয়ন্ত্রণ করে।
পত্ররন্ধ্র কি?
পত্ররন্ধ্র কি? উদ্ভিদের পাতায় দুটি রক্ষীকোষ বিশিষ্ট যে ক্ষুদ্র রন্ধ্র দেখা যায় তাই হলো পত্ররন্ধ্র।
টক্সিক গলগণ্ড কাকে বলে?
টক্সিক গলগণ্ড কাকে বলে? অতিমাত্রায় থাইরক্সিন নামক হরমোন নিঃসরনের ফলে যে গলগণ্ড রোগ হয় তাই টক্সিক গলগণ্ড। এ রোগের লক্ষণগুলো হলো- হৃদস্পন্দন বৃদ্ধি, বুক ধড়ফড় করা, ক্ষধা বেড়ে যাওয়া ও অধিক ঘাম হওয়া। রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দ্বারা এ রোগ প্রতিরোধ করা যায়।
ক্যান্সার – অস্বাভাবিক কোষ বিভাজন
টিউমার, ক্যান্সার এ শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এগুলো অস্বাভাবিক কোষ বিভাজনের ফসল। মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি- এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু কোষবিভাজন প্রক্রিয়াদি নিয়ন্ত্রিত থাকে। কিন্তু যদি কোন কারনে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, তাহলে অস্বাভাবিকভাবে কোষবিভাজন চলতে থাকে। এর ফলে টিউমার সৃষ্টি হয়। ক্যান্সার…