কোষ বিভাজন এবং তার প্রকারভেদ

কোষ বিভাজন এবং তার প্রকারভেদ

বিষয় সমূহঃ

  • কোষ বিভাজন
  • এককোষী জীব
  • বহুকোষী জীব
  • কোষ বিভাজনের প্রকাভেদ

প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। একটি মাত্র কোষ দিয়েই প্রতিটি জীবনের জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যাবৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

কোষ বিভাজনঃ
যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে কোষ বিভাজন বলে।

এককোষী জীবঃ
কোনো কোনো জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় এককোষী (unicellular) জীব। যেমন- ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম ইত্যাদি। এককোষী জীব বিভাজনের মাধ্যমেই একটি কোষ থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন করে।

বহুকোষী জীবঃ
অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত। এদের বলা হয় বহুকোষী (multicellular) জীব। যেমন- মানুষ, বট গাছ, তিমি মাছ ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত।

কোষ বিভাজনের প্রকারভেদঃ
জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। যথাঃ-
১। অ্যামাইটোসিস কোষ বিভাজন
২। মাইটোসিস কোষ বিভাজন এবং
৩। মিয়োসিস কোষ বিভাজন

Similar Posts