HDL কি?

HDL কি?
HDL হলো High Density Lipoprotein এর সংক্ষিপ্ত রূপ। এটি এক প্রকার লিপোপ্রোটিন যা সৃষ্টির মাধ্যমে কোলেস্টেরল রক্তে প্রবাহিত হয়।

 

উপকারী কোলেস্টেরল বা এইচডিএল-এর পুরো কথা হল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এই ধরনের কোলেস্টেরল দেহে উপস্থিত থাকলে হার্ট সুরক্ষিত থাকে। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর সহ অন্যান্য জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। তবে এইচডিএল বাড়াতে কোনও ওষুধের প্রয়োজন হয় না।