ব্যান্ড (Barnd) কাকে বলে?

ব্র্যান্ড(Brand)

ব্র্যান্ড(Brand) বলতে কোনো নাম, শব্দ বর্ণ বা সংখ্যাকে বুঝায় যা কোম্পানির পণ্যকে প্রতিযোগীদের পণ্য থেকে আলাদা করে রাখে। অর্থাৎ ব্র্যান্ড পণ্যকে প্রতিযোগীদের পণ্য থেকে পৃথক সত্তা প্রদান করে।

আমেরিকান মার্কেটিং এসোসিয়েশন-এর মতে, একটি নাম, শর্ত, প্রতীক বা নকশা কিংবা এগুলোর সংমিশ্রণ যা একজন বিক্রেতা বা বিক্রেতাদের পণ্য বা সেবাকে চিহ্নিত করে এবং প্রতিযোগীদের পণ্য থেকে পৃথক করে তাকে ব্র্যান্ড(Brand) বলে।

Similar Posts