ওয়াই-ফাই কাকে বলে? এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা
ওয়াই-ফাই (Wi-Fi) কাকে বলে?
ওয়াই-ফাই এর বৈশিষ্ট্য
- 2.4 GHz – 5 GHz ফ্রিকুয়েন্সিতে Wi-Fi কাজ করে।
- এর কভারেজ এরিয়া 50 – 200 মিটার।
- দ্রুতগতিতে ডেটা স্থানান্তর করা যায়।
- Wireless LAN (WLAN) তৈরিতে এটি ব্যবহৃত হয়।
ওয়াই-ফাই এর সুবিধা
- ওয়্যারলেস হওয়ায় পোর্টেবিলিটির সুবিধা পাওয়া যায়।
- যে সকল স্থানে তারের সংযোগ দেওয়া সম্ভব হয় না সেখানে সহজেই ওয়াই-ফাই সংযোগ দেওয়া যায়।
- যেকোনো মানের Wi-Fi ডিভাইস বিশ্বের যেকোনো স্থানে কাজ করতে পারে।
ওয়াই-ফাই এর অসুবিধা
- Wi-Fi এর কভারেজ এরিয়া অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ।
- ভ্রমণরত অবস্থায় ওয়াই-ফাই এর সাহায্যে কাজ করা যায় না।
- ডেটার নিরাপত্তা ঝুঁকি থাকে।
- নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থাকে।