ফসফোরাইলেশন কাকে বলে?

ফসফোরাইলেশন কাকে বলে?
নাইট্রোজেন বেসের সাথে রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি হওয়া অ্যাডিনোসিনের সাথে এক বা একাধিক ফসফেট/ ফসফোরিক এসিড যুক্ত হয়ে অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাই ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠিত হয়। এভাবে ফসফেট যুক্ত হওয়ার সময় বাইরে থেকে শক্তি দিতে হয়। কোনো যৌগের সাথে এভাবে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াই হলো ফসফোরাইলেশন।

Similar Posts