Similar Posts
ল্যাকটিয়াল কি?
ল্যাকটিয়াল কি? ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে প্রতিটি ভিলাসের মধ্যস্থলে যে লসিকা জালক রক্তের কৈশিক নালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে তাই হলো ল্যাকটিয়াল।
পরিপাকের সাথে দাঁতের সম্পর্ক কি?
পরিপাকের সাথে দাঁতের সম্পর্ক কি? মানুষের মুখ গহ্বরে অবস্থিত দাঁতের সাথে পরিপাকের সরাসরি সম্পর্ক না থাকলেও, দাঁত খাদ্যদ্রব্যেকে ছেঁড়া, কাটা, ছোট ছোট টুকরায় পরিণত করা এবং পেষণ করতে অংশ নেয়। ফলে খাবারের বড় টুকরা লালারসের সাথে মিশতে ও গলাধঃকরণ করতে সুবিধা হয়। এভাবেই বিভিন্ন প্রকার দাঁত পরিপাকে ভূমিকা রাখে।
অস্বাভাবিক কোষ বিভাজন কাকে বলে?
অস্বাভাবিক কোষ বিভাজন কাকে বলে? নিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষ উৎপন্ন হয়। কোনো কারণে এ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। একেই অস্বাভাবিক কোষ বিভাজন বলে। ক্যান্সার, টিউমার প্রভৃতি জটিল রোগ অস্বাভাবিক কোষ বিভাজনের ফল।
নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা কাকে বলে?
নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা কাকে বলে? কোনো অ্যান্টিজেনের সাড়ায় নিজ দেহে তৈরির পরিবর্তে বাইরের কোনো উৎস হতে তৈরিকৃত অ্যান্টিবডি দেহের মধ্যে প্রবেশ করলে যে প্রতিরক্ষা সৃষ্টি হয় তাকে নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা বলে। এভাবে সৃষ্ট প্রতিরক্ষা ক্ষণস্থায়ী হয়।
ট্যাক্সন এবং ট্যাক্সা কি?
ট্যাক্সন এবং ট্যাক্সা কি? যে সকল প্রাণীকে শ্রেণিবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটাগরির অন্তর্ভূক্ত করা হয় সেসব প্রাণীকে ট্যাক্সন এবং বহুবচনে ট্যাক্সা বলে।
হাঁপানী প্রতিরোধে করণীয়
হাঁপানী প্রতিরোধে করণীয় হাঁপানী প্রতিরোধে করণীয় নিম্নরূপ- স্বাস্থ্যকর পরিবেশে বাস করা। বায়ু দূষণ, বাসস্থান বা কর্মক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে এমন বস্তুর সংস্পর্শ পরিহার করা। হাঁপানী রোগীর শ্বাসকষ্ট লাঘবের জন্য সবসময় সাথে ঔষধ রাখা এবং প্রয়োজনে ব্যবহার করা।