Similar Posts
শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যায় কেন?
শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যায় কেন? প্রধানত মূল দ্বারা তার প্রয়োজনীয় পানি শোষণ করে এবং প্রয়োজনের অতিরিক্ত পানি পাতার স্টোমাটা ও কাণ্ডের লেন্টিসেল দ্বারা প্রস্বেদন প্রক্রিয়ায় বের করে দেয়। কিন্তু প্রস্বেদন বেশি হলে উদ্ভিদে প্রয়োজনীয় পানি ও খনিজের ঘাটতি দেখা দেবে। প্রস্বেদনের অতিরিক্ত হার এর ক্ষতিকর প্রভাব এড়ানোর জন্যই শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যায়।
ইনসুলিন কি?
ইনসুলিন কি? ইনসুলিন হলো এক প্রকার হরমোন যা দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। ইনসুলিন হরমোন অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ইনসুলিন হরমোনের প্রভাবেই রক্তে ও প্রসাবে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে।
মাইক্রো প্রাণী বা আণুবীক্ষণিক প্রাণী কি?
মাইক্রো প্রাণী বা আণুবীক্ষণিক প্রাণী কি? যেসব প্রাণী আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না তাদের মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী বলে। উদাহরণ: Amoeba proteus (অ্যামিবা), Plasmodium vivax (ম্যালেরিয়া জীবাণু) ইত্যাদি।
সক্রিয় পরিশোষণ কি?
সক্রিয় পরিশোষণ কি? যে পরিশোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন ঘটে সেই পরিশোষণই হলো সক্রিয় পরিশোষণ।
পত্রকক্ষ কাকে বলে?
পত্রকক্ষ কাকে বলে? কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে। সাধারণত মুকুল এ পত্রকক্ষ জন্মে। তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। কাক্ষিক মুকুল পত্রকক্ষকে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে।
কোষ প্রাচীরের কাজ
কোষ প্রাচীরের কাজ কোষপ্রাচীর কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে। প্রতিকূল পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে। কোষের দৃঢ়তা দান করে এবং উদ্ভিদদেহের কঙ্কাল গঠনের মতো কাজ করে। কোষগুলোকে পরস্পর থেকে পৃথক করে রাখে। কোষ বিভাজনের ধারা বজায় রাখে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। পিট অংশে প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে আন্তঃকোষীয় যোগাযোগ সৃষ্টিতে (পানি ও খনিজ…