আয়তন পীড়ন কাকে বলে?
আয়তন পীড়ন কাকে বলে?
আয়তন বিকৃতি ঘটাতে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বস্তুর আয়তন পীড়ন বলে।
আয়তন বিকৃতি ঘটাতে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বস্তুর আয়তন পীড়ন বলে।
লম্ব অক্ষ উপপাদ্য (Perpendicular axis Theorem) কোনো সমতল পাতের তলে উপস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে ঐ পাতের জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টি হবে ঐ দুই অক্ষের ছেদ বিন্দু দিয়ে এবং পাতের অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান।
মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে? মহাকর্ষীয় ধ্রুবকের মান বস্তুদ্বয়ের প্রকৃতি বা বস্তুদ্বয়ের মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। বস্তুর প্রকৃতি বলতে বুঝায় ভর, আয়তন, ঘনত্ব, উপাদান, ভৌত অবস্থা, তাপমাত্রা ইত্যাদি। মাধ্যমের প্রকৃতি বলতে বুঝায় প্রবেশ্যতা, প্রবণতা, দিকদর্শিতা ইত্যাদি। এজন্য G কে সর্বজনীন ধ্রুবক বলা হয়।
সীবেক ক্রিয়া কাকে বলে? দুটি ভিন্ন ধাতুর তারের দুই প্রান্তজোড়া লাগিয়ে যদি বর্তনী তৈরী করা যায় এবং তার দুটির সংযোগ স্থল দুটিতে তাপমাত্রার ব্যবধান সৃষ্টি করা যায় তাহলে ঐ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে। ১৮২১ খ্রিষ্টাব্দে সীবেক সর্বপ্রথম ঘটনাটি প্রত্যক্ষ করেন। তাই এ ঘটনাকে সীবেক ক্রিয়া বলে।
সান্দ্রতা কাকে বলে? তরল পদার্থের অভ্যন্তরীণ ঘর্ষণের ফলে প্রবাহে বাধা দেবার প্রবণতাকে সান্দ্রতা বলা হয়। যে ধর্মের জন্য প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ রোধ করার চেষ্টা করে, তাকে ঐ প্রবাহীর সান্দ্রতা বলে। বিভিন্ন প্রবাহীর সান্দ্রতা বিভিন্ন হয়। তরলের যে ধর্মের জন্য এর ভিতরের বিভিন্ন স্তরের আপেক্ষিক গতি বাধা পায় তাকে সান্দ্রতা (Viscosity) বলে।যেমনঃ মধুর সান্দ্রতা…
কৃষ্ণ গহব্বর কাকে বলে? প্রচণ্ড মহাকর্ষীয় বলের জন্য মহাকালে এমন কিছু বস্তু বা জায়গা আছে যা থেকে আলো বা কোনো কিছু বেরিয়ে আসতে পারে না। এরূপ বস্তু বা জায়গাকে কৃষ্ণগহব্বর বলে।
বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ কত? বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ = 336000 Jkg-1 ।