সংকট বেগ কাকে বলে?
সংকট বেগ কাকে বলে?
প্রবাহীর বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম না করলে এর সমরেখ প্রবাহ বজায় থাকে। গতিবেগ ঐ সীমা অতিক্রম করলে প্রবাহ আর সমরেখ থাকবে না। গতিবেগের এ নির্দিষ্ট সীমাকে সংকট বেগ বলে।
প্রবাহীর বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম না করলে এর সমরেখ প্রবাহ বজায় থাকে। গতিবেগ ঐ সীমা অতিক্রম করলে প্রবাহ আর সমরেখ থাকবে না। গতিবেগের এ নির্দিষ্ট সীমাকে সংকট বেগ বলে।
ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কি? নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলে।
আধান কি? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে।
আর্কিমিডিসের মৃত্যু পরবর্তী সময়কে বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা হয় কেন? আর্কিমিডিসের মৃত্যুর পর কয়েক শতাব্দীকাল বৈজ্ঞানিক আবিষ্কার মন্থর গতিতে চলে। আর্কিমিডিস মৃত্যুবরণ করেন ২১২ খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্ব ২১২ এর পরবর্তী সময় থেকে ত্রয়োদশ শতাব্দীর পূর্ব পর্যন্ত ইউরোপে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পুনর্জীবন ঘটেনি। তাই এ সময়কে বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা হয়।
ম্যাগমা কাকে বলে? ভূ-অভ্যন্তরের গভীরে তাপের পরিমাণ এত বেশি যে তা শীলাখণ্ডকে গলিয়ে ফেলতে পারে। এ গলিত শীলাকে ম্যাগমা বলে।
আয়তন কাকে বলে? কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে। এক V দ্বারা প্রকাশ করা হয়। কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য = a, প্রস্থ = b এবং উচ্চতা = h হলে, বস্তুর আয়তন , V = a × b × h আয়তনের মাত্রা আয়তনের মাত্রা হলো L3 আয়তনের একক আয়তনের একক হলো m3
কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে, বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে । এবং কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তি সরবরাহের হারকে ক্ষমতা বলে। কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং কাজ ক্ষমতা ১ বল প্রয়োগে যদি বস্তুর সরণ ঘটে তাহলে বল এবং বলের অভিমুখে সরণের…