Similar Posts
কৈশিক জালিকা কাকে বলে?
কৈশিক জালিকা কাকে বলে? পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম যে রক্ত নালিকা দেখা যায় তাকে কৈশিক জালিকা বলে। এগুলো একস্তরী এবং একদিকে ক্ষুদ্রতম ধমনি ও অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে। এদের প্রাচীর অত্যন্ত পাতলা।
ক্রিস্টি কাকে বলে?
ক্রিস্টি কাকে বলে? মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরটি ভাঁজ হয়ে আঙুলের মতো যে অভিক্ষেপ তৈরি হয়, তাকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, একে অক্সিজোম বলে। অক্সিজোমে বিভিন্ন ধরনের উৎসেচক সাজানো থাকে। বাইরের ঝিল্লি সোজা কিন্তু ভেতরের ঝিল্লি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মত প্রবর্ধক বা ক্রিস্টি সৃষ্টি করে। এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতকগুলো…
ইন্টারক্যালেটেড ডিস্ক কি?
ইন্টারক্যালেটেড ডিস্ক কী? হৃদপেশির কোষগুলোর মধ্যে চাকতি সদৃশ যে অংশগুলো দেখা যায় সেগুলোই ইন্টারক্যালেটেড ডিস্ক।
পানিকে ফ্লইড অফ লাইফ বলা হয় কেন?
পানিকে ফ্লইড অফ লাইফ বলা হয় কেন? আমরা জানি, পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারেনা, আবার প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি। এ কারণেই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়।
হেটারোক্রোমাটিন কাকে বলে?
হেটারোক্রোমাটিন কাকে বলে? ক্রোমাটিনের গাঢ় বর্ণে রঞ্জিত, বেশি ঘনীভূত অঞ্চল যা নিউক্লিয়ার মেমব্রেন সংলগ্ন থাকে তাকে হেটারোক্রোমাটিন বলে। এতে অল্প পরিমান DNA থাকায় একে বংশগতির সক্রিয় অংশ বলে।
খাদ্যক্যালরি কী?
খাদ্যক্যালরি কী? এক কিলোগ্রাম পানি ওজন ১ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ১ খাদ্য ক্যালরি বলে।