Similar Posts
প্লুরা কি?
প্লুরা কি? ফুসফুসের চারদিকে অবস্থিত পাতলা, স্বচ্ছ, দ্বিস্তর বিশিষ্ট আবরণই হলো প্লুরা।
সালোকসংশ্লেষণ কি? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব
সালোকসংশ্লেষণ সালোকসংশ্লেষণ শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ ”photos”( আলোক) এবং synthesis( সংশ্লেষণ বা তৈরী করা) এর সমন্বয়ে গঠিত। সুতরাং সালোকসংশ্লেষণ শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায়- সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষ। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোষ সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত কার্বন-ডাই-অক্সাইড এবং মূল দ্বারা শোষিত পানির মাধ্যমে শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটায় এবং গৃহীত…
দ্বিনিষেক কাকে বলে?
দ্বিনিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদে নিষেকের সময় একটি পুংজনন কোষ ডিম্বানুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। অপর একটি পুংজননকোষ গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে সস্য কোষ সৃষ্টি করে। প্রায় একই সময়ে দুটি পুংজনন কোষের একটি ডিম্বাণু এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। দ্বিনিষেক বলতে এই ঘটনাকেই বোঝানো হয়।
জাইমোজেন কি?
জাইমোজেন কি? অগ্ন্যাশয় রসের ট্রিপসিন একটি প্রোটিওলাইটিক বা আমিষ পরিপাককারী উৎসেচক। এ উৎসেচক প্রথমে ট্রিপসিনোজেন নামে নিষ্ক্রিয় অবস্থায় নিঃসৃত হয়। এ নিষ্ক্রিয় উৎসেচককে জাইমোজেন বলে।
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে?
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে? যে তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর কোনো প্রভাব না থাকায় এরা স্বাধীন ও স্বতন্ত্রভাবে আপন কর্তব্য পালন করতে পারে তাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে। দেহের ভেতরের অঙ্গসমূহ যেমন- হৃৎপিন্ড, অন্ত্র, পাকস্থলি, অগ্ন্যাশয় ইত্যাদির কাজ পরিচালনায় আমাদের কোনো নিয়ন্ত্রণ না থাকায় তা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয়।
একটি জারক পদার্থ কি সরাসরি তাপ দেওয়া যায়? কেন?
একটি জারক পদার্থ কি সরাসরি তাপ দেওয়া যায়? কেন? জারক পদার্থ সরাসরি তাপ দেয়া যায় না। কারণ তাপ প্রদানে এগুলো বাষ্প তৈরি করে বা চোখে লেগে বা শ্বাসের সাথে শরীরে প্রবেশ করে ক্ষতিসাধন ক